নেইমারের চোট নিয়ে বাড়ছে ধোঁয়াশা

নেইমারের চোট নিয়ে ধোঁয়াশা বাড়ছে। মঙ্গলবারও পুরোদমে অনুশীলন করতে পারলেন না ব্রাজিলের এই তারকা স্ট্রাইকার। হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে সাইডসাইনের বাইরেই বেশিরভাগ সময়টা কাটালেন বার্সেলোনার এই তারকা স্ট্রাইকার।

Updated By: Jul 3, 2014, 09:36 AM IST

নেইমারের চোট নিয়ে ধোঁয়াশা বাড়ছে। মঙ্গলবারও পুরোদমে অনুশীলন করতে পারলেন না ব্রাজিলের এই তারকা স্ট্রাইকার। হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে সাইডসাইনের বাইরেই বেশিরভাগ সময়টা কাটালেন বার্সেলোনার এই তারকা স্ট্রাইকার।

ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমারের চোট নিয়ে ধোঁয়াশা চলছেই। সোমবারই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কোয়ার্টার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন নেইমার।

তবে মঙ্গলবার ব্রাজিল অনুশীলনে নেইমারের কার্যকলাপ সংশয় বাড়িয়ে দিয়েছে ব্রাজিল ফ্যানেদের মধ্যে। প্রায় গোটা অনুশীলই সাইডলাইনে বসে দেখেন নেইমার। বাঁ পায়ের থাইয়ের পাশাপাশি ডান পাঁয়ের হাঁটুতে চোট রয়েছে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের। মঙ্গলবার ব্রাজিল অনুশীলনে দেখা যায় নেইমারের ডান হাঁটুতে স্পোর্টস ব্যান্ডেজ জড়ানো। অনুশীলনের আগে সতীর্থ মার্সেলোর সঙ্গে দীর্ঘক্ষণ সাইক্লিং করতে দেখা যায় ব্রাজিলিয়ান এই পোস্টার বয়কে। ব্রাজিল দলের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে বাঁ পায়ের থাইয়ের চোটের থেকেও ডান পায়ের হাঁটুর চোটই বেশি ভোগাচ্ছে বার্সেলোনার এই তারকা স্ট্রাইকারকে। সেরা তারকার চোট নিয়ে ধোঁয়াশা বাড়তে থাকলেও,দুটো বিষয় স্বস্তিতে রাখছে লুই ফিলিপ স্কোলারি আর অসংখ্য ব্রাজিলিয়ান ফ্যানেদের। প্রথমত কলম্বিয়া ম্যাচের আগে এখনও বেশ কিছুটা সময় বাকি। দ্বিতীয়ত তাঁর চোট ব্রাজিলে জাতীয় ইস্যু হয়ে গেলেও বিন্দাস মেজাজে আছেন নেইমার। ব্রাজিলে নেইমারের পরিচিতরা মনে করছেন,চোট যতই গুরুতর হোক না কেন,কলম্বিয়ার মত মেগা ম্যাচে ঝুঁকি নিয়ে মাঠে নামবেন ব্রাজিলীয় ফুটবলের পোস্টারবয় নেইমার।

.