আজ নাইজেরিয়াকে ছাপিয়ে নেইমারের সঙ্গে ছায়াযুদ্ধে মেসি। তিনে তিনের দিন লিওর, আর্জেন্টিনারও
আজ নাইজেরিয়াকে ছাপিয়ে নেইমারের সঙ্গে ছায়াযুদ্ধে মেসির। তিনে তিনের দিন লিওর, আর্জেন্টিনারও
----------------------------------------------------
আজকের ম্যাচ- রাত ৯.৩০- আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া।। ইরান বনাম বসনিয়া
রাত ১.৩০টা- ফ্রান্স বনাম ইকুয়েডর।। সুইজারল্যান্ড বনাম হন্ডুরাস
-----------------------------------------------------
বুধবার রাতে বিশ্বকাপের ম্যাচে ফের নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। গ্রুপ লিগের শেষ ম্যাচে সাবেয়ার দলের প্রতিপক্ষ নাইজেরিয়া। নক আউটের টিকিট পাকা করলেও মেসিদের খেলা মন ভরাতে পারেনি দর্শকদের। অন্যদিকে আর্জেন্টিনার বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই নক আউটে উঠবে নাইজেরিয়া।
আজ রাতে দক্ষিণ ব্রাজিলে লিওনেল মেসি শো। পর্তো আলেগ্রের এসতাদিও বিয়েরা রিও স্টেডিয়ামে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামছে সাবেয়ার আর্জেন্টিনা। প্রতিপক্ষ লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা নাইজরিয়া। গ্রুপ লিগের প্রথম দুটো ম্যাচ জিতে শেষ ১৬-লয় জায়গা পাকা করলেও নজর কাড়তে পারেনি মারাদোনার দেশ। লিওনেল মেসি ছাড়া কারোর খেলাই মন ভরাতে পারেনি। ব্যর্থ হিগুয়াইন, আগুয়েরো। দলের খেলায় চিন্তার ভাজ সাবেয়ার কপালে।
বিপক্ষ দল আক্রমণ বাড়ালে চাপে পরে যাচ্ছে আর্জেন্টিনার রক্ষণ। এই পরিস্থিতিতে নাইজেরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন ডি মারিয়ারা। বিশ্বকাপে খেলতে আসা বেশিরভাগ দল চোট সমস্যায় ভুগলেও আর্জেন্টিনার ফিটনেস সমস্যা নেই। আগুয়েরোর অফ ফর্মের কারণে এই ম্যাচে সুয়োগ পেতে পারেন লাভেজ্জি। অতিরিক্ত মেসি নির্ভরতা কাটিয়ে উঠতে পারবে কি এই দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা? পরীক্ষার সামনে সাবেয়া ব্রিগেড।
অন্যদিকে, আফ্রিকার চ্যাম্পিয়ন হয়ে সুপার ঈগলসরা ব্রাজিলে খেলতে নেমেছে। প্রথম ম্যাচে বসনিয়াকে ১-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া। আর্জেন্টিনাকে রুখে দিতে পারলেই পরের রাউন্ডের টিকিট পাকা ওবি মিকেলদের। চোটের জন্য মেসিদের বিরুদ্ধে অনিশ্চিত দলের তিন ফুটবলার ভিক্টর মোসেস, ওবাওবোনা ও গ্যাব্রিয়াল। বুধবারের ম্যাচের আগে মোট ছবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও নাইজেরিয়া। যার মধ্যে চারটি ম্যাচ জিতেছে নিল সাদা জার্সিধারীরা। নাইজেরিয়ার একটি ম্যাচে জয় ছাড়া একটা ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়।