কালনা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার এক

কালনায় আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় ধরা পড়ল মূল অভিযুক্ত। ধৃতের নাম সুবোধ হেমব্রম। আজ সকালে তাকে গ্রেফতার করে কালনা থানার পুলিস। গতকাল বর্ধমানের কালনার বাধাগাছি গ্রামে মাঠে কাজ করার সময় বন্দুক দেখিয়ে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কালনা থানার অভিযোগ দায়েরের পর সঞ্জয় মুর্মু নামে একজনকে গ্রেফতার করে পুলিস। ধৃত দুজনকে আজ কালনা মহকুমা আদালতে তোলা হবে। এখনও অধরা অন্য এক অভিযুক্ত। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।

Updated By: May 7, 2013, 10:58 AM IST

কালনায় আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় ধরা পড়ল মূল অভিযুক্ত। ধৃতের নাম সুবোধ হেমব্রম। আজ সকালে তাকে গ্রেফতার করে কালনা থানার পুলিস। গতকাল বর্ধমানের কালনার বাধাগাছি গ্রামে মাঠে কাজ করার সময় বন্দুক দেখিয়ে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কালনা থানার অভিযোগ দায়েরের পর সঞ্জয় মুর্মু নামে একজনকে গ্রেফতার করে পুলিস। ধৃত দুজনকে আজ কালনা মহকুমা আদালতে তোলা হবে। এখনও অধরা অন্য এক অভিযুক্ত। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।
গতকাল কালনার বাধাগাছি গ্রাম গণধর্ষণের শিকার হন ওই আদিবাসী গৃহবধূ। অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। মুখ খুললেই গৃহবধুকে খুন করা হবে বলে হুমকি দেয় দুষ্কৃতীরা। প্রথমটায় ভয়ে কাঁটা হয়ে থাকলেও পরে বাড়ির সকলকে গণধর্ষণের কথা জানান ওই মহিলা। তিনি তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

.