মেঘনায় ফেরিডুবি, মৃত বেড়ে ১১২

বাংলাদেশে ফেরি ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে হল ১১২। বুধবার উদ্ধারকারী দলের নেভি কম্যান্ডার গুলজার হুসেন জানিয়েছেন, প্রায় দু-দিনের চেষ্টায় ডুবে যাওয়া ফেরিটিকে উদ্ধার করে তীরে আনা হয়েছে।

Updated By: Mar 14, 2012, 08:28 PM IST

বাংলাদেশে ফেরি ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে হল ১১২। বুধবার উদ্ধারকারী দলের নেভি কম্যান্ডার গুলজার হুসেন জানিয়েছেন, প্রায় দু-দিনের চেষ্টায় ডুবে যাওয়া ফেরিটিকে উদ্ধার করে তীরে আনা হয়েছে। ফেরিটির কেবিন, ডেক সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু দেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ``বেশির ভাগ নিখোঁজ যাত্রীকেই উদ্ধার করা গিয়েছে। যদিও উদ্ধারকাজ এখনও চলছে।``
প্রায় ২০০ জন যাত্রী নিয়ে ভিড়ে ঠাসা `শরিয়তপুর ১` ফেরি মঙ্গলবার স্থানীয় সময় রাত আড়াইটে নাগাদ একটি তেলবাহী বার্জের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় মেঘনা নদীতে। যদিও প্রত্যশ্রদর্শীদের মতে, ফেরিটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিল। অনেক যাত্রীই ফেরিতে উঠে টিকিট কেটেছিলেন, তাই ফেরিটিতে ঠিক কতজন যাত্রী ছিল, তা এখনও জানা যায়নি বলেও সূত্রে খবর। যে বার্জটির সঙ্গে ফেরিটির ধাক্কা লেগেছিল, সেই বার্জটিরও এখনও সন্ধান পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া যাত্রী রিণা বেগম জানান, তিনি, তাঁর স্বামী ও আরও ১৫ জন আত্মীয়ের সঙ্গে একটি বিয়েবাড়ি যাচ্ছিলেন। তিনি জানলা দিয়ে ঝাঁপ দিয়ে প্রায় আধ ঘণ্টা জলে সাঁতার কাটতে থাকেন। পরে একটি বোট তাঁকে উদ্ধার করে। তবে তাঁর স্বামী ও ১৫ জন আত্মীয় এখনও নিখোঁজ বলেও জানান রীণা বেগম। বাংলাদেশের জাহাজমন্ত্রী শাহজাহান খান ঢাকায় বলেছেন, ``এটি একটি জাতীয় বিপর্যয়।``

.