অটোমান সাম্রাজ্যের সময়কার ১২ ক্যারাটের নীল হীরে নীলামে

টাইটনিকের নায়িকা রোজ কে মনে আছে? মনে আছে রোজের গলায় সেই হীরেটি। হার্ট অব দ্য ওশান। আটলান্তিকে গভীর নীলের থেকেও যা ছিল গাঢ়। তেমনি এক নীলের ঝলকানি দেখা গেলে লন্ডনে। লন্ডনের সদবি নিলাম ঘরে নিলাম হল। সেই ষোলস চুরাশি সালে অটোমন সাম্রাজ্যের সময়কার। বারবার হাতবদলের পর আবার হাতবদল হতে উপস্থিত লণ্ডনের সদবি নিলাম ঘরে।

Updated By: Oct 12, 2016, 10:57 AM IST
অটোমান সাম্রাজ্যের সময়কার ১২ ক্যারাটের নীল হীরে নীলামে

ওয়েব ডেস্ক: টাইটনিকের নায়িকা রোজ কে মনে আছে? মনে আছে রোজের গলায় সেই হীরেটি। হার্ট অব দ্য ওশান। আটলান্তিকে গভীর নীলের থেকেও যা ছিল গাঢ়। তেমনি এক নীলের ঝলকানি দেখা গেলে লন্ডনে। লন্ডনের সদবি নিলাম ঘরে নিলাম হল। সেই ষোলস চুরাশি সালে অটোমন সাম্রাজ্যের সময়কার। বারবার হাতবদলের পর আবার হাতবদল হতে উপস্থিত লণ্ডনের সদবি নিলাম ঘরে।

আরও পড়ুন আতঙ্কের নাম যখন ঘুড়ি

সাধারণত নীল হিরে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার কুলিনান খনিতে। কুলিনান থেকে পাওয়া একটি হীরে ঠাঁই পেয়েছিল জাহাঙ্গিরের গলায়। সেই হীরেও ব্লু নামে নীলাম হয়েছিল। লন্ডনেই দাম উঠেছিল তিনশ তিন কোটি টাকা। কয়েক বছর আগের ঘটনা। ফের নীলামে আরও একটি নীল হীরে অটোমান সাম্রাজ্যের সময়কার। রাশিয়ান এক রানী উপহার দিয়েছিলেন অটোমন সম্রাট আহমেদ কে। এমাল্ড কাটের সেই হীরের রং তবে গাঢ় নীল নয়, শরত্‍ এর আকাশের মত। বারো ক্যারাটের। নিলামকর্তাদের দাবি আকাশি নীল হীরের দাম চড়বে আকাশ ছোঁয়া।

আরও পড়ুন জীবনের ১৮ নম্বর A মার্কা পুজোটাও এসে গেল

.