করোনার টিকা নেওয়ার পরই ২৩ জনের মৃত্যু, উদ্বেগ নরওয়েতে

Vaccine নেওয়ার পর থেকেই তাঁদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে, যা পরে গুরুতর আকা নেয়। 

Updated By: Jan 16, 2021, 10:02 AM IST
করোনার টিকা নেওয়ার পরই ২৩ জনের মৃত্যু, উদ্বেগ নরওয়েতে

নিজস্ব প্রতিবেদন: Corona Vaccine টিকা নেওয়ার পরই একের পর এক মৃত্যু নরওয়েতে। সবমিলিয়ে এখনও পর্যন্ত সংখ্যাটা তেইশ জনের। নরওয়ে জুড়ে এখন তাই ভ্যাকসিন আতঙ্ক। অন্যদিকে আজ থেকেই ভারতে শুরু টিকাকরণ কর্মসূচি। তার মধ্যেও এই খবর নিঃসন্দেহে উদ্বেগের। যদিও নরওয়েতে বিতর্কের কেন্দ্রে ফাইজার ভ্যাকসিন। উল্লেখ্য, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই নরওয়েতে টিকাদান পর্ব শুরু হয়েছিল।

নরওয়ের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, প্রথম ধাপে যাঁরা টিকা নেন, তাঁদের মধ্যেই ২৩ জনের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তাঁদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে, যা পরে গুরুতর আকা নেয়। নরওয়ে সরকারের বক্তব্য, এ ক্ষেত্রে অসুস্থ ও বয়স্কদের টিকা নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। ভ্যাকসিনের বেশ কিছু সাইড এফেক্ট দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই। এদেশে সেরাম ইন্সটিটিউটের কোভিশিল্ড বা ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ভবিষ্যত কী হয়, এখন সেদিকেই নজর সকলের। 

আরও পড়ুন:  অপেক্ষা শেষ, আজ থেকে দেশজুড়ে শুরু করোনার টিকাকরণ কর্মসূচি

উল্লেখ্য, আজ গোটা দেশজুড়ে আজ থেকে শুরু গণ টিকাকরণ। প্রথম পর্যায়ে প্রায় ছ-লক্ষ উননব্বই হাজার টিকার ডোজ পাঠিয়েছে কেন্দ্র। যার মধ্যে কলকাতা পেয়েছে প্রায় ৯৪ হাজার ভ্যাকসিন। করোনার বিরুদ্ধে টিকাকরণের প্রথম দিনে তাই উত্‍সাহ-উদ্দীপনা চরমে। সকাল সাড়ে দশটায় ভিডিয়ো কনফারেন্সে এই ভ্যাকসিনেশন-পর্ব শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

.