মেক্সিকোর জেলে বন্দিদের রক্তক্ষয়ী সংঘর্ষ, মৃত ২৮
মেক্সিকোর জেলে বন্দিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। দুদল বন্দির মারপিটে অন্তত ২৮ জন বন্দির মৃত্যু। আহত হয়েছে কমপক্ষে ৩জন বন্দি। আকাপুলকো শহরের জেলের ঘটনা।
ওয়েব ডেস্ক: মেক্সিকোর জেলে বন্দিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। দুদল বন্দির মারপিটে অন্তত ২৮ জন বন্দির মৃত্যু। আহত হয়েছে কমপক্ষে ৩জন বন্দি। আকাপুলকো শহরের জেলের ঘটনা।
গরাদের ভিতরে ও রান্নাঘরের সামনে পড়েছিল দেহগুলি। গুরেরো রাজ্যের এই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে খারাপ। আফিম চাষকে কেন্দ্র করে সমাজবিরোধীদের তাণ্ডব লেগেই থাকে। আকাপুলকো শহরে প্রায়শই ঘটে গ্যাংওয়ার। দুনিয়ার অন্যতম কুখ্যাত হত্যাকাণ্ডের শহর বলেও পরিচিত আকাপুলকো। জেলের মধ্যে মাঝেমাঝেই ঘটে এমন গ্যাংওয়ার। এরিয়ান ব্রাদারহুড নামে গ্যাংয়ের রাজ চলে মধ্য আমেরিকার দেশগুলিতে। বিভিন্ন জেলের মধ্যেই অপারেট করে এই গ্যাং। এ ছাড়া মেক্সিকান মাফিয়া নামেও গ্যাংয়ের দৌরাত্ম্য চলে মেক্সিকোর জেলগুলিতে। ভয়ঙ্করতম এই গ্যাংওয়ারের বলি হল ২৮জন জেলবন্দি। ঠিক এমন একটি দিনে এই ঘটনা ঘটল, যেদিন গুরেরো শহরে পরিদর্শনে গেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি জন কেলি।