ক্যামেরুনে ৩০জন বাসযাত্রীকে অপহরণ করল বোকো হারাম জঙ্গিরা

কিছুতেই থামছে না ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সন্ত্রাস। নাইজেরিয়া সীমান্তে ক্যামেরুনের এক টাউন থেকে ৩০ জন বাসযাত্রীকে অপহরণ করল সন্দেহভাজন বোকো হারেম জঙ্গিরা।

Updated By: Feb 10, 2015, 04:05 PM IST
ক্যামেরুনে ৩০জন বাসযাত্রীকে অপহরণ করল বোকো হারাম জঙ্গিরা

ওয়েব ডেস্ক: কিছুতেই থামছে না ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সন্ত্রাস। নাইজেরিয়া সীমান্তে ক্যামেরুনের এক টাউন থেকে ৩০ জন বাসযাত্রীকে অপহরণ করল সন্দেহভাজন বোকো হারেম জঙ্গিরা।

দুর্গম উত্তর অঞ্চলের টৌরৌতে বাসযাত্রীদের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। সূত্রে খবর 'এখনও পর্যন্ত এই যাত্রীদের কোনও খবর পাওয়া যায়নি।''  

গত রবিবার বোকো হারাম জঙ্গিদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন ৯ জন ক্যামেরুনিয়ন সেনা। কেরাওয়াতে গত ১ জানুয়ারী ১১জন বাসযাত্রীকে খুন করে এই জঙ্গিরা।  

আফ্রিকার সর্বাধিক জনবসতি পূর্ণ দেশ নাইজেরিয়ার মানুষরা এখন  প্রতিমুহূর্তে বোকো হারামের সন্ত্রাসের আতঙ্কে কাঁপছে। ২০০৯ সাল থেকে এই জঙ্গিরা নাইজেরিয়ার উত্তরাংশে ইসলামিক শাসন স্থাপন করতে চাইছে। তাদের দাবি নাইজেরিয়ার সংবিশানে শরিয়ারি আইন অন্তর্ভুক্ত করতে হবে।

নাইজেরিয়ার প্রতিবেশী দেশ নিজার, ক্যামেরুনেও এখন মাঝে মধ্যেই হামলা চালাচ্ছে বোকো হারাম জঙ্গিরা।

 

.