মেক্সিকোয় কারাগারে দাঙ্গা, নিহত ৪৪ জন বন্দি

হন্ডুরাসের পর মেক্সিকো। রবিবার মেক্সিকোর নেভো লিওন-এ একটি কারাগারে দাঙ্গায় নিহত হলেন ৪৪ জন বন্দি। নেভো লিওন স্টেট পাবলিক সিকিউরিটি মুখপাত্র ডোমেনে জাম্ব্রানো জানিয়েছেন, এদিন স্থানীয় সময় রাত ২টো নাগাদ কারাগারটিতে বন্দিদের ২টি গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়।

Updated By: Feb 20, 2012, 11:50 AM IST

হন্ডুরাসের পর মেক্সিকো। রবিবার মেক্সিকোর নেভো লিওন-এ একটি কারাগারে দাঙ্গায় নিহত হলেন ৪৪ জন বন্দি। নেভো লিওন স্টেট পাবলিক সিকিউরিটি মুখপাত্র ডোমেনে জাম্ব্রানো জানিয়েছেন, এদিন স্থানীয় সময় রাত ২টো নাগাদ কারাগারটিতে বন্দিদের ২টি গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়। ওই কারাগারে মোট বন্দীর সংখ্যা ৭৫০। জেল ভেঙে পালানো নিয়ে বচসা শুরু হয়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় দাঙ্গা নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ।
পুলিস সূত্রে খবর, বেশ কয়েকজন বন্দি পালিয়েও গিয়েছে। নিহত বন্দিদের পরিবারের অভিযোগ, তাঁদের আত্মীয়ের মৃত্যু সম্পর্কে কিছুই জানাচ্ছে না কারাগার কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত মাত্র ১০ জন নিহতকে চিহ্নিত করা গিয়েছে বলেও খবর।
প্রসঙ্গত, সম্প্রতি হন্ডুরাসে একটি কারাগারে আগুন লেগে অগ্নদগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে ৩৬০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। ওই ঘটনাতেও বন্দিদের মধ্যে দাঙ্গায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

.