কাবুলে তালিবানি হামলায় মৃত ৬
কাবুলে ন্যাটো কার্যালয়ের সামনে আত্মঘাতী তালিবানি হামলায় প্রাণ হারালেন চার নিরাপত্তা রক্ষী সহ ছ`জন। হামলাকারিরা ন্যাটোর দরজার সামনে একটি ট্রাককে উড়িয়ে দেয়। নির্বিচারে গুলি চালায় নিরাপত্তারক্ষীদের উপর।
কাবুলে ন্যাটো কার্যালয়ের সামনে আত্মঘাতী তালিবানি হামলায় প্রাণ হারালেন চার নিরাপত্তা রক্ষী সহ ছ`জন। হামলাকারিরা ন্যাটোর দরজার সামনে একটি ট্রাককে উড়িয়ে দেয়। নির্বিচারে গুলি চালায় নিরাপত্তারক্ষীদের উপর।
আফগানিস্তানে গত কয়েক দিন ধরেই হাই প্রোফাইল স্থান গুলিকে টার্গেট করছে তালিবানরা। আজকের এই আক্রমণ থেকে প্রমাণ হয়ে গেল তালিবানিরা কোনও অবস্থাতেই হিংসার পথ থেকে সরে আসতে নারাজ।
আজ ভোরে একজন আত্মঘাতী হামলাকারী ন্যাটো দফতরের বাইরের গেটে ছোট একটি ট্রাক চালিয়ে আসে। প্রচন্ড বিস্ফোরণে এই ট্রাকটি উড়ে যাওয়ার ফলে আত্মঘাতী হামলাকারির সঙ্গেই ওখানে উপস্থিত আরও দুই ট্রাক চালক তৎক্ষণাত মারা যান।
এরপরে তিনজন বন্দুকধারী আচমকা নিরাপত্তারক্ষীদের উপর এলোপাথারি গুলি চালনো শুরু করে। একঘণ্টা লড়াইয়ের পর জঙ্গীদের সঙ্গেই চার নিরাপত্তা রক্ষীও মারা যান।
তালিবানরা এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।