ইন্দোনেশিয়ায় ৭.৩ তীব্রতার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। শনিবার মলুক্সে ৭.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ইউ এস জিওলজিকাল সার্ভের তরফে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

Updated By: Nov 15, 2014, 10:16 AM IST
ইন্দোনেশিয়ায় ৭.৩ তীব্রতার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

ওয়েব ডেস্ক: ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। শনিবার মলুক্সে ৭.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ইউ এস জিওলজিকাল সার্ভের তরফে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

পেসিফিক সাগরের হাওয়াই সুনামি সতর্কা কেন্দ্র জানিয়েছেন ভূমিকম্পের কেন্দ্রের ১৮৫ মাইলের মধ্যে সুনামি আছড়ে পরতে পারে।  মনে করা হচ্ছে ইন্দোনেশিয়া, পালাউ, পাপুয়া গুইনা, সোলেমন আই-ল্যান্ড, মারসেল আই-ল্যান্ড-এ সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আগামী ৩০  মিনিটের মধ্যে প্রথম ঢেউ আছড়ে পরবে। ৬ ঘণ্টা ঢেউ তাণ্ডব চালাবে বলে মনে করা হচ্ছে।

.