Romance Scam: ভুয়ো রাশিয়ান নভোশ্চরের সঙ্গে প্রেম, লক্ষাধিক টাকা খোয়ালেন জাপানি মহিলা
মনে করা হচ্ছে এরকম আরও অনেক ঘটনা ঘটেছে যার সম্পর্কে কোনও অভিযোগ জানানো হয়নি। জাপানের পুলিস এই রকম রোম্যান্স স্ক্যামের কোনও রেকর্ড না রাখলেও তাঁরা জানিয়েছে শেষ দশকে অনলাইন প্রতারণার পরিমাণ আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের ঘটনা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেও ঘটেছে। জানা গিয়েছে ইউক্রেনিয়রা মহিলা সেজে রাশিয়ান সৈন্যদের সঙ্গে কথা বলে তাদের লোকেশন জেনে নেয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার খোঁজ মিলল এক ‘আন্তর্জাতিক রোম্যান্স জালিয়াতির’। জানা গিয়েছে জাপানের এক মহিলার কাছ থেকে ২৪.৮ লক্ষ টাকার প্রতারনা করা হয়েছে। একজন ব্যক্তি নিজেকে রাশিয়ার নভোশ্চর বলে দাবি করে এবং ওই মহিলাকে প্রতারণা করে বলে জানা গিয়েছে। অভিযুক্ত দাবি করে যে সে আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাজ করে এবং তাঁর টাকার প্রয়োজন পৃথিবীতে ফিরে ওই মহিলাকে বিয়ে করার জন্য। জাপানের শিগা প্রিফেকচারের বাসিন্দা ৬৫ বছরের ওই মহিলার সঙ্গে ইন্সটাগ্রামের মাধ্যমে পরিচয় হয় ওই ব্যক্তির। জানা গিয়েছে ইন্সটাগ্রামে ওই ব্যক্তির প্রোফাইলে প্রচুর মহাকাশের ছবি ছিল। সেই দেখেই ভুল হয় ওই মহিলার। এরপরেই ইন্সতাগ্রামে তাঁর দুজনে কথা বলা শুরু করেন এবং কিছুদিনের মধ্যেই মেসেজিং অ্যাপ লাইনের মাধ্যমে কথা বলা শুরু করেন তাঁরা।
জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে জানান যে তিনি ওই মহিলাকে ভালোবাসেন। তিনি আরও বলেন যে জাপানে এসে তিনি ওই মহিলাকে বিয়ে করতে চান। এর পাশাপাশি প্রতারক ওই মহিলাকে জানিয়েছেন যে ‘পৃথিবীতে ফেরার জন্য যে রকেট তাঁকে জাপানে নিয়ে যাবে তাঁর জন্য ল্যান্ডিং মানি প্রয়োজন।‘
জানা গিয়েছে ১৯ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে ওই মহিলা ৪.৪ মিলিয়ন ইয়েন পাঠান ওই ব্যক্তিকে। যদিও এরপরেও ওই ব্যক্তি টাকা চাইতে থাকেন। এরফলে সন্দেহ হয় ওই মহিলার এবং তিনি অভিযোগ জানান।
রোম্যান্স স্ক্যাম হিসেবে এই ঘটনার তদন্তও শুরু করেছে জাপানের পুলিস।
আরও পড়ুন: Aliens on Earth: আর রহস্য নয়! কয়েকমাস পরেই পৃথিবীতে নামছে এলিয়েনরা; জেনে নিন কবে...
যদিও এটা প্রথম ঘটনা নয়। জানা গিয়েছে প্রায় ৪০ বছর বয়সী অপর এক মহিলার সঙ্গেও যোগাযোগ করা হয় ওই প্রোফাইল থেকে। পরবর্তী দুই দিনে তাঁরা একে অপরের সঙ্গে কথা বলা চালিয়ে যান। এরপরে ওই ব্যক্তি অন্য সামাজিক মাধ্যম ব্যবহার করে কথা বলতে চাওয়ায় ওই মহিলার সন্দেহ হয় এবং তিনি কথা বলা বন্ধ করে দেন।
মনে করা হচ্ছে এরকম আরও অনেক ঘটনা ঘটেছে যার সম্পর্কে কোনও অভিযোগ জানানো হয়নি। জাপানের পুলিস এই রকম রোম্যান্স স্ক্যামের কোনও রেকর্ড না রাখলেও তাঁরা জানিয়েছে শেষ দশকে অনলাইন প্রতারণার পরিমাণ আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের ঘটনা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেও ঘটেছে। জানা গিয়েছে ইউক্রেনিয়রা মহিলা সেজে রাশিয়ান সৈন্যদের সঙ্গে কথা বলে তাদের লোকেশন জেনে নেয়।