রাতের আকাশে উল্কাবৃষ্টি, তারা দেখে বিজ্ঞানীরা খোঁজ করছেন এলিয়েনের

মেঘমুক্ত রাতের আকাশ। পরিষ্কার আকাশে পরিস্ফুট উজ্জ্বল নক্ষত্ররা। তারাদের অদ্ভুত সুন্দর আলোর রোশনাইতেই জ্যোতির্বিজ্ঞানীরা খোঁজ করছেন এলিয়েনদের। পৃথিবী থেকে টেলিস্কোপে চোখ রেখে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানীরা  মহাকাশে তারার আলোক ছটার মধ্যে খোঁজ পেয়েছেন ভিনগ্রহীদের। এমনটাই দাবি সংবাদ সংস্থা বিবিসির। বিজ্ঞানীদের মতে দুরবর্তী একটি তারা যার পরিচিতি KIC 846-2852, সেটি দেখেই এলিয়েনদের খোঁজ করা হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা এর নামকরণ করেছেন 'এলিয়েন মেগাস্ট্রাকচার'। বিজ্ঞানীদের মতে এক বছর ধরেই টিমটিম করে জ্বলছে এই তারা এবং যা অন্যান্য নক্ষত্রদের থেকে অনেক বেশি উজ্জ্বল। ভিনগ্রহীদের নিয়ে গবেষণা করছে আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অনুসন্ধান কেন্দ্র।

Updated By: Oct 27, 2015, 05:18 PM IST
রাতের আকাশে উল্কাবৃষ্টি, তারা দেখে বিজ্ঞানীরা খোঁজ করছেন এলিয়েনের

ওয়েব ডেস্ক: মেঘমুক্ত রাতের আকাশ। পরিষ্কার আকাশে পরিস্ফুট উজ্জ্বল নক্ষত্ররা। তারাদের অদ্ভুত সুন্দর আলোর রোশনাইতেই জ্যোতির্বিজ্ঞানীরা খোঁজ করছেন এলিয়েনদের। পৃথিবী থেকে টেলিস্কোপে চোখ রেখে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানীরা  মহাকাশে তারার আলোক ছটার মধ্যে খোঁজ পেয়েছেন ভিনগ্রহীদের। এমনটাই দাবি সংবাদ সংস্থা বিবিসির। বিজ্ঞানীদের মতে দুরবর্তী একটি তারা যার পরিচিতি KIC 846-2852, সেটি দেখেই এলিয়েনদের খোঁজ করা হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা এর নামকরণ করেছেন 'এলিয়েন মেগাস্ট্রাকচার'। বিজ্ঞানীদের মতে এক বছর ধরেই টিমটিম করে জ্বলছে এই তারা এবং যা অন্যান্য নক্ষত্রদের থেকে অনেক বেশি উজ্জ্বল। ভিনগ্রহীদের নিয়ে গবেষণা করছে আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অনুসন্ধান কেন্দ্র।

যে ছবিটি দেখে এই তারা নিয়ে গবেষণা করছে  ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সেটি এএফপি থেকে প্রাপ্ত। ছবিতে দেখা যাচ্ছে আকশে উল্কা বৃষ্টি হচ্ছে। এই বিষয়ে আরও বিশদ গবেষণা করবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, এমনটাই দাবি সংবাদ সংস্থার।

.