‘’বামন’’ হয়ে চাঁদ ধরার শখ থাকলে আজ রাত ১২টায় আকাশে চোখ রাখুন

২০১৫-র শেষ পূর্ণ চন্দ্র দেখার সুযোগ এসেছে। আজ রাতেই। আজ ঠিক রাত ১২টা ৫-এ আকাশের দিকে নজর রাখুন। দেখতে পাবেন পূর্ণ চন্দ্র। এর আগে এই বছর পূর্ণ চাঁদ দেখা গিয়েছে দুবার।

Updated By: Oct 27, 2015, 04:31 PM IST
 ‘’বামন’’ হয়ে চাঁদ ধরার শখ থাকলে আজ রাত ১২টায় আকাশে চোখ রাখুন

ওয়েব ডেস্ক: ২০১৫-র শেষ পূর্ণ চন্দ্র দেখার সুযোগ এসেছে। আজ রাতেই। আজ ঠিক রাত ১২টা ৫-এ আকাশের দিকে নজর রাখুন। দেখতে পাবেন পূর্ণ চন্দ্র। এর আগে এই বছর পূর্ণ চাঁদ দেখা গিয়েছে দুবার।

একবার, ২৯ আগস্ট এবং পরের বার ২৭ সেপ্টেম্বর। এবার আরও একবার পূর্ণ চন্দ্র দেখার সুযোগ পাওয়া যাবে। কারণ, সূর্য, চাঁদ এবং পৃথিবী থাকবে একই সরলরেখায়। পাশাপাশি আজ চাঁদ পৃথিবীর এতটাই কাছে চলে আসবে যে, তাকে অনেক বেশি বড় দেখাবে সাধারণ দিনের তুলনায়।

তবে, বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন, এসব ক্ষেত্রে আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার থাকবে না। তাই বড় চাঁদ হলেও, সেটা ঝলসানো রুটির মতো দেখাবে, এমন আশা করবেন না। কিন্তু তাতেই বা, চাঁদ এতটাই বড় দেখা যাবে যে, একেবারে পরিষ্কার না হলেও, তাতে আপনার দেখতে বিন্দুমাত্র অসুবিধা হবে না।

তাই যদি ‘’বামন’’ হয়ে সত্যিই চাঁদ ধরার শখ থাকে, তাহলে আজ রাত ১২:০৫-এ অবশ্যই চোখ রাখুন খোলা আকাশে। দেখুনই না, চাঁদ দেখতে গিয়ে আপনি সত্যিই স্মরণীয় কিছু দেখে ফেলেন কিনা!

.