কাশ্মীর নিয়ে টানা ৭২ বছর দেশের মানুষকে উস্কানি দিয়ে চলেছে পাক সরকার: এমকিউএম নেতা

৩৭০ ধারা বিলোপ ভারতের নিজস্ব বিষয়। এনিয়ে ইসলামাবাদের নাক গলানো একেবারই উচিত নয়, বললেন আলতাফ

Updated By: Sep 1, 2019, 11:25 AM IST
কাশ্মীর নিয়ে টানা ৭২ বছর দেশের মানুষকে উস্কানি দিয়ে চলেছে পাক সরকার: এমকিউএম নেতা

নিজস্ব প্রতিবেদন: ভারতের নিজস্ব ব্যাপারে নাক গলানোর জন্য পাকিস্তানকে একহাত নিলেন পাক নেতা আলতাফ হুসেন। মুত্তাহিদা কওয়ামি মুভমেন্ট নেতা হুসেনের নিশানায় এখন ইমরান খান। শুধু তাই নয় সভায় ‘সারে জাঁহা সে আচ্ছা’ গেয়ে পাক সরকারকে খোঁচাও দিলেন এই নেতা।

লন্ডনে দলের এক সভায় আলতাফ হুসেন বলেন, গত ৭২ বছর ধরে কাশ্মীর নিয়ে পাকিস্তানের মানুষকে ভুল বোঝাচ্ছে পাক সরকার ও সেনা। ৩৭০ ধারা বিলোপ ভারতের নিজস্ব বিষয়। এনিয়ে ইসলামাবাদের নাক গলানো একেবারই উচিত নয়।

আরও পড়ুন-টেক্সাসে ফের বন্দুকবাজের হামলায় নিহত ৫, আহত কমপক্ষে ২১

এমকিউএম নেতা আরও বলেন, স্বাধীনতার পর কাশ্মীরে হামলা চালায় পাকিস্তান। এর জন্য ব্যবহার করা হয় উপজাতিদের। তার পরেই জম্মু ও কাশ্মীরের মহারাজা ভারতের সাহায্য চান ও ভারতের অঙ্গরাজ্য হয় এটি। ভারতের সঙ্গে ৪ যুদ্ধে লড়েছে পাকিস্তান। গো হারান হেরেছে। তার পরেও ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেনি পাকিস্তান। কাশ্মীরের মানুষদের পাকিস্তান এতটাই প্ররোচনা দিয়েছে পাকিস্তান যে তারা এখন পাকিস্তানের সাহায্য চাইছে।

পাকিস্তানের মতো দেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের কথা তুলে ধরেন আলতাফ হুসেন। তিনি বলেন, পাকিস্তানে মুহাজির, বালোচ, পশ্তুন, সিন্ধি, হাজারা, গিলগিটিজদের ওপরে নির্মম অত্যাচার চালাচ্ছে পাক সেনা। তার পরেও এখন কাশ্মীরে ভারতের অত্যাচারের কথা বলছে পাক সরকার।

আরও পড়ুন-হ্যাটট্রিক-সহ ৬ উইকেট নিয়ে বিধ্বংসী বুমরাহ, কিংস্টন টেস্টে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

দেশে উন্নয়ন নিয়েও পাক সরকারকে একহাত নেন আলতাফ হুসেন। বলেন, দুটো দেশ একসঙ্গে স্বাধীন হয়েছিল। ভারত এখন প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে। ভারত সে দেশের সামন্ততান্ত্রিক ব্যবস্থা তুলে দিয়েছে। আর তা এখন রমরম করে চলছে পাকিস্তানে। এদেশে কোনও গণতন্ত্র নেই। চলে সেনা শাসন। দেশের সব প্রতিষ্ঠান চলে সেনা-আইএসআই এর আঙুলের ইশারায়।

.