ইসলামাবাদে আদালত চত্বরে আত্মঘাতী বিস্ফোরণ, বিচারক সহ হত ১১

পাকিস্তানে জঙ্গি হামলা এবার আদালতে। বিচারপ্রক্রিয়া চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ ইসলামাবাদের আদালত চত্বরে। বিস্ফোরণে বিচারক সহ নিহত ১১ জন। বিচারপ্রক্রিয়া চলাকালীন এই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে। আত্মঘাতী হামলার পর এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

Updated By: Mar 3, 2014, 12:29 PM IST

আত্মঘাতী হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান। সন্ত্রাসবাদীদের নিশানায় এবার রাজধানী ইসলামাবাদের একটি আদালত। আজ সকালে আদালত চত্বরে ঢুকে একের পর এক গ্রেনেড বিস্ফোরণ করে দুই জঙ্গি।
তারপরেই নির্বিচারে গুলি চালাতে থাকে তারা। নিরাপত্তা রক্ষীরা প্রত্যাঘাত করার আগেই, এক বিচারক সহ ১১ জনের মৃত্যু হয়। আহত কমপক্ষে তিরিশজন।

এরপর নিরাপত্তা রক্ষীরা পাল্টা গুলি চালালে নিজেদের উড়িয়ে দেয় ওই দুই জঙ্গি। এখনও কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু, তেহরিকে তালিবানের সংঘর্ষ বিরতি ঘোষণার ঠিক পরেই এই আত্মঘাতী হামলা বিভ্রান্তি ছড়িয়েছে তদন্তকারীদের মধ্যেই।

কয়েকদিন আগেই পাক অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসার আলি খানের দাবি করেছিলেন, ইসলামাবাদ একটি নিরাপদ শহর। তারপরেই আদালত চত্বরে হামলায় ফের একবার প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা।

.