মাঝ আকাশেই বিমান থেকে বিচ্ছিন্ন করা যাবে যাত্রীবাহী কেবিন!

মাঝ আকাশে বিমান বিভ্রাট? জরুরি অবতরণ প্রয়োজন? যান্ত্রিক গোলোযোগে এটিসির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না? কুছ পরোয়া নেই। রাশিয়ার এক আবিষ্কর্তার দাবি যদি সত্যি হয়, তাহলে এড়ানো যাবে প্রাণহানি। ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছেন রাশিয়ার তাতারেঙ্কো ভ্লাদিমির নিকেলোভিচ। নিকেলোভিচের দাবি, তাঁর আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করলে মাঝ আকাশেই বিমান থেকে বিচ্ছিন্ন করা যাবে যাত্রীবাহী কেবিন। এরপর প্যারাসুটের সাহায্যে নিরাপদে নেমে আসা যাবে মাটিতে অথবা জলে। গত তিন বছর ধরে বিমান নিরাপত্তামূলক এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন নিকেলোভিচ। যদিও সবাই এখনই এই ধারণাটির সঙ্গে একমত হতে পারছেন না। এই প্রযুক্তি কতটা খরচ সাশ্রয়ী, বিমানের গঠনের সঙ্গে উপযোগী তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। কেবিন বিচ্ছিন্ন হওয়ার পরে পাইলটদের অবস্থা কি হবে, প্রশ্ন উঠছে তা নিয়েও।

Updated By: Jan 18, 2016, 09:12 AM IST
মাঝ আকাশেই বিমান থেকে বিচ্ছিন্ন করা যাবে যাত্রীবাহী কেবিন!

ওয়েব ডেস্ক: মাঝ আকাশে বিমান বিভ্রাট? জরুরি অবতরণ প্রয়োজন? যান্ত্রিক গোলোযোগে এটিসির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না? কুছ পরোয়া নেই। রাশিয়ার এক আবিষ্কর্তার দাবি যদি সত্যি হয়, তাহলে এড়ানো যাবে প্রাণহানি। ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছেন রাশিয়ার তাতারেঙ্কো ভ্লাদিমির নিকেলোভিচ। নিকেলোভিচের দাবি, তাঁর আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করলে মাঝ আকাশেই বিমান থেকে বিচ্ছিন্ন করা যাবে যাত্রীবাহী কেবিন। এরপর প্যারাসুটের সাহায্যে নিরাপদে নেমে আসা যাবে মাটিতে অথবা জলে। গত তিন বছর ধরে বিমান নিরাপত্তামূলক এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন নিকেলোভিচ। যদিও সবাই এখনই এই ধারণাটির সঙ্গে একমত হতে পারছেন না। এই প্রযুক্তি কতটা খরচ সাশ্রয়ী, বিমানের গঠনের সঙ্গে উপযোগী তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। কেবিন বিচ্ছিন্ন হওয়ার পরে পাইলটদের অবস্থা কি হবে, প্রশ্ন উঠছে তা নিয়েও।

.