কান্দাহার বিমানবন্দরে জঙ্গি হামলা
কান্দাহার বিমানবন্দরে জঙ্গি হামলা। চলল ধুন্ধুমার গুলির লড়াই, একাধিক বিস্ফোরণ। এয়ারপোর্ট কমপ্লেক্সে প্রথম গেটের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ঢুকে যেতে সফল হয় তালিবান জঙ্গিরা। বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। তবে সংখ্যা এখনও স্পষ্ট নয়। হামলা হয় আফগান-ন্যাটো জয়েন্ট মিলিটারি বেসে। এছাড়াও টার্গেট করা হয়েছে আশেপাশের জনবহুল এলাকাগুলি। এর মধ্যে রয়েছে সরকারি কর্মীদের কয়েকটি আবাসন। অনেকগুলি দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, স্থানীয় একটি স্কুলে লুকিয়ে এয়ারপোর্ট লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। লড়াই বেধে যায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে। কিন্তু কতজন জঙ্গি হামলা চালায়, তা নিয়ে ধন্দ রয়েছে। গত চব্বিশ ঘণ্টায় এনিয়ে দ্বিতীয় হামলা হল কান্দাহারে। সোমবারই পুলিস স্টেশনে তালিবানি হামলায় তিন পুলিসকর্মী ও দুই জঙ্গির মৃত্যু হয়।
ওয়েব ডেস্ক: কান্দাহার বিমানবন্দরে জঙ্গি হামলা। চলল ধুন্ধুমার গুলির লড়াই, একাধিক বিস্ফোরণ। এয়ারপোর্ট কমপ্লেক্সে প্রথম গেটের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ঢুকে যেতে সফল হয় তালিবান জঙ্গিরা। বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। তবে সংখ্যা এখনও স্পষ্ট নয়। হামলা হয় আফগান-ন্যাটো জয়েন্ট মিলিটারি বেসে। এছাড়াও টার্গেট করা হয়েছে আশেপাশের জনবহুল এলাকাগুলি। এর মধ্যে রয়েছে সরকারি কর্মীদের কয়েকটি আবাসন। অনেকগুলি দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, স্থানীয় একটি স্কুলে লুকিয়ে এয়ারপোর্ট লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। লড়াই বেধে যায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে। কিন্তু কতজন জঙ্গি হামলা চালায়, তা নিয়ে ধন্দ রয়েছে। গত চব্বিশ ঘণ্টায় এনিয়ে দ্বিতীয় হামলা হল কান্দাহারে। সোমবারই পুলিস স্টেশনে তালিবানি হামলায় তিন পুলিসকর্মী ও দুই জঙ্গির মৃত্যু হয়।