Afghanistan: তাজিকিস্তান পালিয়েছেন আমরুল্লাহ? পঞ্জশিরেই আছি, দাবি বিদ্রোহী নেতার
তালিবান সূত্রে খবর, গতকাল দু'টি বিমানে দলবল নিয়ে পঞ্জশির ছেড়ে আমরুল্লাহ সালেহ। তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদন: প্রাণপাত লড়াই করেও 'দুর্গ' বাঁচাতে পারলেন না আমরুল্লাহ সালেহ? তালিবানের (Taliban) দখলে চলে এল পঞ্জশির (Panjshir)! দলবল নিয়ে উপত্যকা ছাড়লেন সালেহ (Amrullah Saleh)। এই খবর অবশ্য অস্বীকার করেছেন আফগানিস্তানের 'ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট' (Afghanistan Acting President)।
তালিবান সূত্রে খবর, গতকাল দু'টি বিমানে দলবল নিয়ে পঞ্জশির ছেড়ে আমরুল্লাহ সালেহ (Amrullah Saleh)। তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন তাঁরা। পঞ্জশিরও এসেছে তালিবদের দখলে। এই খবর মিথ্যা বলে দাবি করেছেন আমরুল্লাহ সালেহ। বিবিসি-কে দেওয়া অডিয়োবার্তায় তাঁর দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন খবর। পঞ্জশির উপত্যকা থেকে কথা বলছি। রাজনৈতিক ও সৈন্যদের সঙ্গে রয়েছি। আমরা পরিস্থিতির মোকাবিলা করছি। তালিবান, আল কায়দা ও অন্যান্য সন্ত্রাসী সংগঠন মিলে আক্রমণ করেছে। পঞ্জশিরে এক ইঞ্চি জমিও প্রতিরোধবাহিনী হারায়নি বলেও জানান সালেহ।
In his recorded message to the BBC, @AmrullahSaleh2 says "I'm calling you from the Panjshir Valley, from my base, I'm with our commanders, with our political leaders. Of course it's a difficult situation, they have suffered casualties, we have suffered casualties"
— Yalda Hakim (@BBCYaldaHakim) September 3, 2021
টোলো নিউজ একটি ভিডিয়ো টুইট করেছে। সেখানেও সালেহ দাবি করেছেন, পঞ্জশিরেই রয়েছেন।
Speaking from Panjshir with TOLOnews, Amrullah Saleh, one of the resistance leaders, says he’s still there and reports of intensified fighting there.#TOLOnews pic.twitter.com/CE4kkSnfE3
— TOLOnews (@TOLOnews) September 3, 2021
জানা দিয়েছে, পঞ্জশিরে নর্দান অ্যালায়েন্সের সঙ্গে এঁটে উঠতে না পেরে আল কায়দার সঙ্গে হাত মিলিয়েছে তালিবান। আল আরাবিয়া টিভি চ্যাবেল দাবি করেছে, পঞ্জশিরে তালিবানের সঙ্গে যোগ দিচ্ছে আল কায়দার জঙ্গি বাহিনীও।
আরও পড়ুন- Afghanistan: পঞ্জশির দখলে, দাবি তালিবানের; কাবুলে কি টানছেন? পাল্টা সালেহ-বাহিনী
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)