Afghanistan: পাকিস্তান মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, ফাঁস তালিবান-মন্ত্রীর অডিয়ো

আফগানিস্তানে তালিবান মন্ত্রিসভার গঠন নিয়ে শুরু হয়েছে দু'পক্ষের দ্বন্দ্ব। 

Updated By: Sep 11, 2021, 11:00 PM IST
Afghanistan: পাকিস্তান মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, ফাঁস তালিবান-মন্ত্রীর অডিয়ো

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তান (Pakistan) থেকে অক্সিজেন পেয়েই বলীয়ান হয়ে উঠেছে তালিবান (Taliban)। এ আর কারও অজানা নয়! পাকিস্তানকে 'দ্বিতীয় ঘর' বলতেও কুণ্ঠা বোধ করেনি তালিবান মুখপাত্র। তালিবান সরকার গঠনের আগে কাবুলে পৌঁছে গিয়েছিলেন আইএসআই প্রধান। সেই তালিবানের (Taliban) গলার কাঁটা হয়ে উঠছে পাকিস্তান (Pakistan)। শুক্রবার ফেসবুকে ফাঁস হওয়া একটি অডিয়ো অন্তত তেমন ইঙ্গিতই দিচ্ছে। ওই অডিয়োয় এক তালিব কম্যান্ডার আর এক কম্যান্ডারকে বলতে শোনা যাচ্ছে,'আন্তর্জাতিক মঞ্চে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে পাকিস্তান।'       

আফগানিস্তানে তালিবান মন্ত্রিসভার গঠন নিয়ে শুরু হয়েছে দু'পক্ষের দ্বন্দ্ব। আইএসআই প্রধান ফায়েজ আহমেদের সুপারিশেই হক্কানি ও কোয়েটা সুরার নেতারা মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছে। অডিয়োয় শোনা যাচ্ছে তালিব কম্যান্ডার বলছে,'পাক জেনারল এসে যত রাজ্যের সমস্যা তৈরি করেছে।' 

গোটা বিশ্বকে বার্তা দিতে নরমপন্থী নেতাদের মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা ভেবেছিল তালিবান। তাজিক, উজবেক ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের লোকেদের নতুন মন্ত্রিসভায় আনার কথা ভাবা হয়েছিল। এর পাশাপাশি আন্তর্জাতিক সুসম্পর্কের লক্ষ্যে অভিজ্ঞ রাজনীতিকদের নামও ভেবেছিল তালিবান। কিন্তু তা সম্ভব হয়নি। আইএসআই প্রধানের হস্তক্ষেপে হক্কানি গোষ্ঠীর কট্টরপন্থীরাই প্রাধান্য পেয়েছে। সেই ক্ষোভই ব্যক্ত হয়েছে ভাইরাল অডিয়োয়। অডিয়োর একটি কণ্ঠস্বর তালিবান সরকারের উপ-প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ফাজেলের বলে মনে করা হচ্ছে। যদিও সেটির সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা ডিজিটাল। 

আরও পড়ুন- Viral: বিকিনি পরা মানে পর্নোগ্রাফি, মহিলাদের উপরে নীতি-পুলিসি! চাকরি গেল ব্যক্তির

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.