Afghanistan: Kabul-এ ভারতীয়-সহ ১৫০ জনকে অপহরণ Taliban-এর!

যদিও অপহরণের অভিযোগ অস্বীকার করেছে সন্ত্রাসবাদী গোষ্ঠীটি। 

Updated By: Aug 21, 2021, 01:12 PM IST
Afghanistan: Kabul-এ ভারতীয়-সহ ১৫০ জনকে অপহরণ Taliban-এর!

নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানে শুরু তালিবানি সন্ত্রাস। অভিযোগ, ১৫০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসবাদী গোষ্ঠীটি। যাঁদের মধ্য়ে অনেকেই ভারতীয়। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের (Hamid Karzai International Airport) কাছ থেকে ওই ১৫০ জনকে অপহরণ করা হয় বলে সূত্রের খবর। যদিও অপহরণের অভিযোগ অস্বীকার করেছে সন্ত্রাসবাদী গোষ্ঠীটি। 

সূত্রের খবর, স্থানীয় সময় বেলা ১টা নাগাদ আটটি গাড়িতে করে ওই ১৫০ জন কাবুল বিমান বন্দরের দিকে যাচ্ছিল। বিমান বন্দরে ঢোকার আগেই তাঁদের গাড়ি আটকায় তালিবানরা। অভিযোগ সেখানে তাঁদের মারধর করা হয়। সেখান থেকে তাঁদের অপহরণ করা হয়। নিয়ে যাওয়া হয় কাবুলের তারাখিল এলাকায়। অপর সূত্র বলছে, ১৫০ জনকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। শীঘ্রই তাদের ছেড়ে দেওয়া হতে পারে। 

আরও পড়ুন: Haibatullah Akhundzada: ছ'মাস ধরে কেউ দেখতে পায়নি, কোথায় Taliban 'সুপ্রিম লিডার'?

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আহমাদুল্লা ওয়াসেক (Ahmadullah Waseq)। এরম কোনও ঘটনা ঘটেনি বলে তার দাবি। 

আরও পড়ুন: Afghanistan: Kabul-এ পা রাখলেন Taliban নেতা Mullah Baradar, সরকার গঠন সময়ের অপেক্ষা?

Ahmadullah Waseq, a Taliban spokesman has denied this report to a member of the Afghan media that reported on this story. More details are awaited. pic.twitter.com/hPq0i9evLK

— ANI (@ANI) August 21, 2021

.