#AfghanTaliban: আফগানিস্তানের দুই ভারতীয় দূতাবাসে Taliban হানা, গোপন নথির খোঁজে জঙ্গিরা!

দুই ভারতীয় দূতাবাসের বাইরে রাখা গাড়িও হাতিয়ে নিয়েছে জেহাদিরা।

Updated By: Aug 20, 2021, 07:54 AM IST
 #AfghanTaliban: আফগানিস্তানের দুই ভারতীয় দূতাবাসে Taliban হানা, গোপন নথির খোঁজে জঙ্গিরা!

নিজস্ব প্রতিবেদন: এবার আফগানিস্তানের (Afghanistan) কান্দাহার (Kandahar) এবং হেরাটে (Herat) অবস্থিত ভারতীয় দূতাবাসে (Indian embassies) হানা দিল তালিবান (Taliban)। সূত্রের খবর, বন্ধ দুই ভারতীয় দূতাবাসে কার্যত তল্লাশি চালায় জঙ্গিরা। বিভিন্ন আলমারি খুলে বিভিন্ন গোপন কাগজপত্রের খোঁজ চলে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই ভারতীয় দূতাবাসের (Indian embassies) বাইরে রাখা গাড়িও হাতিয়ে নিয়েছে জেহাদিরা। এমনকী কাবুলে বাড়ি বাড়ি তল্লাশি অভিযানে নেমেছে তালিবানরা (Taliban)। সেখানে মূলত গোয়েন্দা সংস্থা NDS-এর কর্মীদের খোঁজ শুরু করেছে জঙ্গিরা।

আরও পড়ুন: Afghanistan: Kabul-এর নিরাপত্তায় হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিদের মোতায়েন করল Taliban!

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে রাজধানী কাবুলের (Kabul) নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের (Haqqani Network) হাতে। দীর্ঘদিন ধরে যারা তালিবানের (Taliban) অন্যতম সহযোগী এবং জঙ্গি সংগঠন আল-কায়েদার (al-Qaida) 'কাছের বন্ধু'।

আরও পড়ুন: Panjshir Resistance: কখনও কারও কাছে মাথা নত করেনি আফগানিস্তানের পঞ্জশির উপত্যকা

সূত্রের খবর, বর্তমানে কাবুলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে  হাক্কানি নেটওয়ার্কের (Haqqani Network) ছয় হাজারেরও বেশি সশস্ত্র ক্য়াডার। সরাসরি তাদের নেতৃত্বে দিচ্ছে হাক্কানি নেটওয়ার্কের শীর্ষ নেতা সিরাজউদ্দিন হক্কানির (Sirajuddin Haqqani) ভাই আনস হাক্কানি (Anas Haqqani)। 

.