ইউরোপ, এশিয়ায় তাণ্ডবের পর করোনার পরবর্তী টার্গেট কী! সতর্ক করল WHO

গত সপ্তাহে আফ্রিকাজুড়ে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যায় বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। হঠাত্ করেই আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে সেখানে।

Updated By: Apr 18, 2020, 01:12 PM IST
ইউরোপ, এশিয়ায় তাণ্ডবের পর করোনার পরবর্তী টার্গেট কী! সতর্ক করল WHO

নিজস্ব প্রতিবেদন— চিন থেকে উত্পত্তি। তার পর ইউরোপের বহু দেশে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। রক্ষা পায়নি এশিয়ার বহু দেশও। ইউরোপ, এশিয়ার বহু দেশে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী ভাইরাস। রোজ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বহু মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ইউরোপ ও এশিয়ার পর এবার আফ্রিকা মহাদেশে মহামারী পরিস্থিতি তৈরি হতে পারে। আর সেখানে করোনা থাবা বসালে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাষ্ট্রসংঘ আশঙ্কা করছে, আফ্রিকার প্রায় তিন লাখ মানুষের জীবন সংশয় হতে পারে। তা ছাড়া দেখা দিতে পারে প্রবল অর্থসঙ্কট। তিন কোটি মানুষ দারিদ্রসীমার নিচে চলে যেতেন পারেন সেখানে।

গত সপ্তাহে আফ্রিকাজুড়ে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যায় বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। হঠাত্ করেই আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে সেখানে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রাষ্ট্রসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। করোনাভাইরাস এরই মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারী মোকাবিলায় বহু আফ্রিকান দেশগুলোর হাতে পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেটরও নেই বলে জানিয়েছে হু। শুক্রবার পর্যন্ত আফ্রিকায় প্রায় ১৯ হাজার মানুষের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজারের কাছাকাছি।

আরও পড়ুন—  লকডাউনে কাজের কাজ! অদ্ভুত কাণ্ড করে বিশ্বরেকর্ড গড়লেন এই ব্যক্তি

আলজেরিয়া, মিশর ও মরোক্কোতে করোনায় সংক্রমণের হার অন্য দেশগুলোর তুলনায় বেশি দেখা যাচ্ছে। আলজেরিয়াতে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। মিশর ও মরক্কোতে আক্রান্তের সংখ্যা দুহাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ১০০-র বেশি মানুষের। দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা দুহাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৪৮ জনের। ২০ কোটি জনসংখ্যা নাইজেরিয়ায়। শুক্রবার পর্যন্ত সেখানে ৪৪২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। ১৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে ইবোলা ভাইরাসের উত্পাতে ব্যাপক ক্ষতি হয়েছিল আফ্রিকার। সেই ধাক্কা এখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি তারা। এবার আবার আরেক শত্রুর হানার প্রহর গুনছে আফ্রিকা।  

.