আগামী পাঁচ বছরের মধ্যেই ১০ হাজার বছরের পুরানো আন্টার্টিকার আইস-সেল্ফ ধ্বংস হয়ে যাবে

নাসার অশনি সংকেত! আন্টার্টিকার আইস-সেল্ফ লার্সেন বি আগামী পাঁচ বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। মার্কিন স্পেস এজেন্সি নাসার নতুন গবেষণায় জানানো হয়েছে, প্রায় ১০ হাজার বছরে পুরানো আইস-সেল্ফ লার্সেন বি-র ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে।

Updated By: May 18, 2015, 06:16 PM IST
আগামী পাঁচ বছরের মধ্যেই ১০ হাজার বছরের পুরানো আন্টার্টিকার আইস-সেল্ফ ধ্বংস হয়ে যাবে
Photo: REUTERS

ওয়েব ডেস্ক: নাসার অশনি সংকেত! আন্টার্টিকার আইস-সেল্ফ লার্সেন বি আগামী পাঁচ বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। মার্কিন স্পেস এজেন্সি নাসার নতুন গবেষণায় জানানো হয়েছে, প্রায় ১০ হাজার বছরে পুরানো আইস-সেল্ফ লার্সেন বি-র ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে।

১৯৯৮ থেকে ২০০২ আইস-সেল্ফ 'লার্সেন বি' অনেকখানি হ্রাস হয়। তারপর থেকেই দুর্বল হতে থাকে বরফ স্তর। তাই নাসার চরম সতর্কতা, আর মাত্র পাঁচ বছরের মধ্যেই অবশিষ্ট বরফ তাক সম্পূর্ণ ভেঙে যাবে। এরফলে ক্ষতি হতে পারে আন্টার্টিকার হিমবাহগুলির। কারণ আইস সেল্ফ পরোক্ষভাবে হিমাবাহগুলিকে রক্ষা করে।

নাসার বিজ্ঞানীরা আরও ভয় পাচ্ছেন, যদি আইস সেল্ফ এইভাবে ভাঙতে থাকে হিমবাহগুলি ক্ষতি হবে। বাড়বে জলের স্তর। সমুদ্রের জলের ঘনত্বের তারতম্যে ঘটতে পারে। এক্ষেত্রে সামুদ্রিক প্রাণীদের জীবন সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এইসব বরফের স্তরগুলি সমুদ্রের তাপমাত্রাকেও নিয়ন্ত্রণ করে থাকে।    

.