৪০০ দিন পর মিশরের জেল থেকে মুক্ত আল-জাজিরার অসি সাংবাদিক
৪০০ দিন পর মিশরের জেল থেকে মুক্তি পেলেন আলজাজিরা চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক পিটার গ্রেস্তে। তাঁকে তাঁর দেশ অস্ট্রেলিয়ায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা মিনা সূত্রে এমনটাই খবর।
সিডনি: ৪০০ দিন পর মিশরের জেল থেকে মুক্তি পেলেন আলজাজিরা চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক পিটার গ্রেস্তে। তাঁকে তাঁর দেশ অস্ট্রেলিয়ায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা মিনা সূত্রে এমনটাই খবর।
মুসলিম ব্রাদারহুডকে মদত দেওয়ার অভিযোগে আরও দুই সাংবাদিকের সঙ্গে পিটার গ্রেস্তকে গ্রেফতার করে মিশর সরকার। বাকিরা হলেন মহম্মদ ফাহমি এবং বাহের মহম্মদ। দুজনেই মিশরের নাগরিক। তবে প্রথমজনের জন্ম কানাডায়। বিচারে তিনজনের দশ বছরের জেল হয়। মিশরের দীর্ঘদিনের অভিযোগ যে কাতারে অবস্থিত সংবাদ মাধ্যম আলজাজিরা বরাবরই মুসলিম ব্রাদারহুড ঘনিষ্ঠ। যার প্রভাব দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও স্পষ্ট। সৌদি আরব দুই রাষ্ট্রের সম্পর্কের উন্নতির চেষ্টা করলেও সাফল হয়নি। পিটার গ্রেস্তে মুক্তি পেলেও তাঁর দুই সহকর্মীর মুক্তি এখনও অনিশ্চিত।