USA Air Disaster: আমেরিকায় বিমানবিভ্রাট! বাতিল ৮০০ উড়ান, চরম দুর্ভোগে যাত্রীরা
বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ চরমে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমানবিভ্রাট এবার মার্কিন মুলুকেও! পরিষেবা স্তম্ভ হয়ে গেল আমেরিকায়। দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়লেন যাত্রীরা। তবে পরিস্থিতি এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ফের শুরু হয়েছে বিমান ওঠা-নামা।
প্রযুক্তিগত ত্রুটির কারণে আমেরিকায় বন্ধ করে দেওয়া হয়েছিল বিমান চলাচল। পরিস্থিতি এমন জায়গা পৌঁছে দিয়েছিল যে, যে বিমানগুলি মাঝ-আকাশে ছিল, সেই বিমানগুলিকে নামিয়ে আনতে হয়! কেন এমন বিপত্তি? তা অবশ্য স্পষ্টভাবে জানানো হয়নি। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতির কাজ। স্থানীয় সকাল ৯ থেকে ফের চালু হয় পরিষেবা।
Update 5: Normal air traffic operations are resuming gradually across the U.S. following an overnight outage to the Notice to Air Missions system that provides safety info to flight crews. The ground stop has been lifted.
We continue to look into the cause of the initial problem
— The FAA (FAANews) January 11, 2023
All flights currently in the sky are safe to land. Pilots check the NOTAM system before they fly. A Notice to Air Missions alerts pilots about closed runways, equipment outages, and other potential hazards along a flight route or at a location that could affect the flight.
— The FAA (FAANews) January 11, 2023
মার্কিন প্রশাসন সূত্রে খবর, ৪, ৬০০ টি অভ্যন্তরীণ, এমনকী আন্তজার্তিক বিমানও দেরিতে চলছে। বাতিল ৮০০ বিমান। বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ চরমে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)