ফ্রান্সে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, হত ১৪৮
ফের আকাশে বিপর্যয়। এবার ফ্রান্সে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বিমানের ১৪৮ জন যাত্রীরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মান এয়ারলাইনসের এয়ারবাস A-320 বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ড্যুসেলডর্ফের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানে ছিলেন ১৪২ জন যাত্রী এবং দুই পাইলট সহ ছ-জন বিমানকর্মী। মাঝপথে দক্ষিণপূর্ব ফ্রান্সের বার্সেলোনেট্টে এলাকায় একটি স্কি রিসর্টের কাছাকাছি ভেঙে পড়ে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দে জানিয়ে দিয়েছেন, দুর্ঘটনায় কারোর বাঁচার আশা কার্যত নেই।
ওয়েব ডেস্ক: ফের আকাশে বিপর্যয়। এবার ফ্রান্সে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বিমানের ১৪৮ জন যাত্রীরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মান এয়ারলাইনসের এয়ারবাস A-320 বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ড্যুসেলডর্ফের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানে ছিলেন ১৪২ জন যাত্রী এবং দুই পাইলট সহ ছ-জন বিমানকর্মী। মাঝপথে দক্ষিণপূর্ব ফ্রান্সের বার্সেলোনেট্টে এলাকায় একটি স্কি রিসর্টের কাছাকাছি ভেঙে পড়ে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দে জানিয়ে দিয়েছেন, দুর্ঘটনায় কারোর বাঁচার আশা কার্যত নেই।
জানা গিয়েছে, আজ দক্ষিণ ফ্রান্সের আল্পস পর্বতমালার কোলে ভেঙে পড়ে বার্সেলোনা থেকে ডুসেলডর্ফ গামী A320 বিমানটি। ফ্রান্সের সরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, একটি গ্রামে বিমানের ভগ্নাবশেষের খোঁজ পাওয়া গিয়েছে। জার্মান উইংস সংস্থাটি বিখ্যাত বিমানসংস্থা লুফৎহানসার একটি শাখা সংস্থা।