টিউনিশিয়ায় এগিয়ে আল নাহাদা

প্রত্যাশা মতই টিউনিশিয়ার সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছে  আল নাহাদা। প্রবাসীদের মধ্যেও ভোট নেওয়া হয়েছে। তার অর্ধেক আসনেই জয় পেয়েছে  আল নাহাদা। বিদেশে মোট আঠেরোটি আসনের মধ্যে এপর্যন্ত তারা পেয়েছে ন`টি আসন।

Updated By: Oct 25, 2011, 10:44 PM IST

প্রত্যাশা মতই টিউনিশিয়ার সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছে  আল নাহাদা। প্রবাসীদের মধ্যেও ভোট নেওয়া হয়েছে। তার অর্ধেক আসনেই জয় পেয়েছে  আল নাহাদা। বিদেশে মোট আঠেরোটি আসনের মধ্যে এপর্যন্ত তারা পেয়েছে ন`টি আসন। যার মধ্যে ফ্রান্সে পেয়েছে চারটি আসন। দ্বিতীয় স্থানে রয়েছে প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিকপার্টি। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস ফর দ্য রিপাবলিক পার্টি। রবিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে গণনা। স্বদেশী ও বিদেশী পর্যবেক্ষকদের সামনেই চলছে গণনা। খুব দ্রুত না হলেও, ধাপে ধাপে ফল ঘোষণা করছে টিউনিশিয়ার স্বাধীন নির্বাচন কমিশন। তাদের আশা, মঙ্গলবারের মধ্যেই গণনা শেষ হবে। তারপরই সরকারি ভাবে ফল ঘোষিত হবে। জয়ের খবরে খুশি আল নাহাদা নেতৃত্ব। তাঁদের আশা, এবারের নির্বাচনে দল তিরিশ শতাংশ অতিরিক্ত আসন পাবে। আরব বসন্তের পর এই প্রথম কোনও আরব রাষ্ট্রে ভোট নেওয়া হল। টিউনিশিয়ার ঐতিহাসিক নির্বাচনে ভোটদানের হার ছিল প্রায় নম্বই শতাংশ।

.