পাকিস্তানে সেনার গুলিতে নিহত শীর্ষস্থানীয় আল-কায়েদা নেতা
পাকিস্তানের শিনওয়ারসাকে নিহত হলেন আল-কায়েদার এক শীর্ষ নেতা আদনান ইল শুকরিজুমা। আজ পাকিস্তানি সেনা সূত্রে এই খবর পাওয়া গেছে।
![পাকিস্তানে সেনার গুলিতে নিহত শীর্ষস্থানীয় আল-কায়েদা নেতা পাকিস্তানে সেনার গুলিতে নিহত শীর্ষস্থানীয় আল-কায়েদা নেতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/06/32045-al.jpg)
ইসলামাবাদ: পাকিস্তানের শিনওয়ারসাকে নিহত হলেন আল-কায়েদার এক শীর্ষ নেতা আদনান ইল শুকরিজুমা। আজ পাকিস্তানি সেনা সূত্রে এই খবর পাওয়া গেছে।
পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ ওয়াগিরিস্তান থেকে শিনওয়ারসাক অঞ্চলে পালানোর পথে পথে সেনার গুলিতে মৃত্যু হয়েছে এই আল-কায়েদা নেতার। পাক সেনার 'জারব-ই-আজাদ' অপরেশনের ভয়েই পালাচ্ছিলেন তিনি।
পাক নিউজসংস্থা 'ডন'-এর ওনলাইন রিপোর্টে প্রকাশ শুকারিজুমার সঙ্গেই মারা গেছে তাঁর সহকর্মী ও স্থানীয় সগযোগীরা।
আদনান ইল শুকারিজুমা ইসলামিক জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার অন্যতম প্রধান নেতা ছিলেন। এই জঙ্গি সংগঠনের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের দায়িত্বে ছিল তাঁর উপর।
জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক পাক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক।
দেশি ও বিদেশী জঙ্গি দমনের জন্য জুন মাসে 'জারব-ই-আজাদ' নামের অপরেশন শুরু করে পাক সেনা। এই অপরেশনের মূল লক্ষ্য দক্ষিণ ওয়াজিরিস্তানে আশ্রয় পাওয়া জঙ্গিদের খুঁজে বার করা।
দেশের ব্যস্ততম করাচি বিমানবন্দরে নির্মম জংঙ্গি হানার এক সপ্তাহের মধ্যেই এই অপরেশনের সূচনা করেছিল পাক সরকার।