Alberta Wildfire Emergency: 'নজিরবিহীন' দাবানলে পুড়ছে গোটা এলাকা, জারি জরুরি অবস্থা...
Alberta Wildfire Emergency: পশ্চিম কানাডার অ্যালবার্টা প্রদেশ। ওদিকে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের অন্দরে দ্রুত গলছে বরফ। যার জেরে জারি বন্যা-সতর্কতা। দুই পরিস্থিতির জেরে ঘরছাড়া বহু মানুষ। মোট ১৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু প্রায় ২৫ হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
ইতিমধ্যে কুইবেক এবং অন্টারিও থেকে দমকলকর্মীদের এনে অ্যালবার্টায় মোতায়েন করা হয়েছে। অ্যালবার্টার দাবানলবিষয়ক তথ্যকেন্দ্রের তরফে গতকালই বলা হয়েছে-- তাঁদের ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে এই আগুন লাগার ঘটনাটি রীতিমতো চ্যালেঞ্জের। দাবানলের ঘটনা এখানে খুব বিরল নয়, তবে এত বড় দাবানলের ঘটনা বিশেষত বছরের এই সময়ে এ অঞ্চলে বিরল বলেও উল্লেখ করে তারা।