ট্রাম্পের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন জেসিকা
"কোম্পানির কাজে নিউ ইয়র্ক যাচ্ছিলাম। বিমানে আমার আসনটা ছিল ট্রাম্পের ঠিক পাশেই। বিমানে ওঠার মিনিট পঁয়তাল্লিশ পর, হঠাত্ই মাঝের হাতলটি তুলে দেন ট্রাম্প। তারপর আমার দিকে সরে আসেন। নানা অছিলায় আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল...অক্টোপাসের মতো ট্রাম্পের হাত দু'টো আমার শরীরে ঘোরাফেরা করছিল।" রাগে কষ্টে ফোঁপাতে ফোঁপাতে কথাগুলো বলছিলেন জেসিকা। আর যার সম্পর্কে বলছিলেন, সেই ট্রাম্প অর্থাত্ ডোনাল্ড ট্রাম্প হলেন এবারে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট (রিপাবলিকান) পদপ্রার্থী।
ওয়েব ডেস্ক: "কোম্পানির কাজে নিউ ইয়র্ক যাচ্ছিলাম। বিমানে আমার আসনটা ছিল ট্রাম্পের ঠিক পাশেই। বিমানে ওঠার মিনিট পঁয়তাল্লিশ পর, হঠাত্ই মাঝের হাতলটি তুলে দেন ট্রাম্প। তারপর আমার দিকে সরে আসেন। নানা অছিলায় আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল...অক্টোপাসের মতো ট্রাম্পের হাত দু'টো আমার শরীরে ঘোরাফেরা করছিল।" রাগে কষ্টে ফোঁপাতে ফোঁপাতে কথাগুলো বলছিলেন জেসিকা। আর যার সম্পর্কে বলছিলেন, সেই ট্রাম্প অর্থাত্ ডোনাল্ড ট্রাম্প হলেন এবারে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট (রিপাবলিকান) পদপ্রার্থী।
আরও পড়ুন- বিশ্বের ১৩০টি বিমানবন্দরের Wi-Fi পাসওয়ার্ড জেনে নিন
কিছুদিন আগেই আমেরিকায় দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন (ডেমোক্র্যাট) ও ডোনাল্ড ট্রাম্প জাতীয় বিতর্কে অংশ নিয়েছিলেন। আর সেখানেই ট্রাম্প বলেন যে তিনি মহিলাদের ভীষণ সম্মান করেন। ট্রাম্পের সেই 'সম্মানের' কথা টেলিভিশনে সম্প্রচারিত হতে দেখে ক্ষেপে ওঠেন জেসিকা। আর তখনই নিউ ইয়র্ক টাইমসকে এক সাক্ষাতকারে নিজের তিরিশ বছর আগের অভিজ্ঞতার কথা জানান ক্ষুব্ধ জেসিকা। এখন জেসিকার এই প্রতিক্রিয়া নিয়েই সরগরম মার্কিন রাজনীতি।