আমাজনে উদ্ধার 'দৈত্য মাছ', আরাপাইমার ভবিষ্যত নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা
প্রায় ১০ ফুট লম্বা ও ১৮০ কিলো ওজনের আরাপাইমা মিলল আমাজন নদীতে। আরাপাইমা হল দক্ষিণ আমেরিকার বেশ জনপ্রিয় মাছ। কিন্তু এটি সব থেকে বড় মাছ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ওয়েব ডেস্ক: প্রায় ১০ ফুট লম্বা ও ১৮০ কিলো ওজনের আরাপাইমা মিলল আমাজন নদীতে। আরাপাইমা হল দক্ষিণ আমেরিকার বেশ জনপ্রিয় মাছ। কিন্তু এটি সব থেকে বড় মাছ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্রাজিলের বিভিন্ন নদীতে আরাপাইমা মাছ সংখ্যায় কমে যাচ্ছে। এখন শুধুমাত্র আমাজন বেসিনের মধ্যে তাদের অস্তিত্ব সীমাবদ্ধ। কিন্তু এতবড় আরপাইমা মাছ উদ্ধার হওয়ায় এই প্রজাতির ভবিষ্যত নিয়ে বিজ্ঞানীদের মনে ইতিবাচক আশা জাগছে। দক্ষিণ আমেরিকার সবথেকে বড় মাছের প্রজাতি আরাপাইমার শ্বাসপ্রণালী অন্যান্য মাছের তুলনায় আলাদা। তারা কম অক্সিজেন সম্পন্ন জলে থাকতে পারে।