ফার্গুসনে পুলিসের গুলিতে ফের নিহত কৃষ্ণাঙ্গ যুবক, প্রতিবাদে উত্তাল জনতা

পুলিসের গুলিতে মাইকেল ব্রাউন নামে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনায় এখনও অশান্ত আমেরিকার মিসৌরির ফার্গুসন শহর। বিক্ষোভকারীদের দাবি, গুলি চালনার ঘটনায় ধৃত পুলিস অফিসারকে তাঁদের হাতে তুলে দিতে হবে। ইতিমধ্যেই বহু আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Aug 21, 2014, 09:16 AM IST
ফার্গুসনে পুলিসের গুলিতে ফের নিহত কৃষ্ণাঙ্গ যুবক, প্রতিবাদে উত্তাল জনতা

ফার্গুসন: পুলিসের গুলিতে মাইকেল ব্রাউন নামে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনায় এখনও অশান্ত আমেরিকার মিসৌরির ফার্গুসন শহর। বিক্ষোভকারীদের দাবি, গুলি চালনার ঘটনায় ধৃত পুলিস অফিসারকে তাঁদের হাতে তুলে দিতে হবে। ইতিমধ্যেই বহু আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিস।

অন্য একটি ঘটনায় বুধবার পুলিসের গুলিতে আরও এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু হয়। সেন্ট লুইস পুলিসের দাবি, ওই যুবক তাদের দিকে ছুরি নিয়ে তেড়ে গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিস গুলি চালাতে বাধ্য হয় বলে সাফাই পুলিস প্রধান স্যামুয়েল ডটসনের। এই ঘটনা ফার্গুসন শহরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পুলিসি অতিসক্রিয়তার বিরুদ্ধে দশদিন ধরে চলতে থাকা আন্দোলনে অন্য মাত্রা যোগ করেছে। এদিকে ব্রাউনের মৃত্যুর ঘটনার যথাযত তদন্তের আশ্বাস দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার।

.