ভারতের এয়ারস্ট্রাইকের আশঙ্কা? আকাশপথ আংশিক বন্ধ করল পাকিস্তান
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে দিয়েছে মোদী সরকার। তারপরই ভারত-পাকিস্তানের সম্পর্কে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা।
নিজস্ব প্রতিবেদন: মুখে মারিতং জগত! কাশ্মীরে ভারত সরকার ৩৭০ ধারা বিলোপের পর এমন অবস্থাই পাকিস্তানের। নয়াদিল্লিকে মুখেই যত হুঁশিয়ারি। কিন্তু হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা আংশিক বন্ধ করে দিল ইসলামাবাদ। ৫ সেপ্টেম্বর পর্যন্ত আংশিক বন্ধ থাকবে পাকিস্তানের আকাশপথ।
পুলওয়ামার পর পাকিস্তানে ঢুকে এয়ারস্ট্রাইক করে ভারতীয় সেনা। এরপর সে দেশে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় আকাশপথ। কয়েকদিন পরে আকাশপথ খুললেও তা ছিল আংশিক। গত মাসেই সম্পূর্ণভাবে উঠে গিয়েছিল নিষেধাজ্ঞা। গত ১৫ জুলাই পাকিস্তানের অসামরিক বিমানমন্ত্রক নির্দেশিকা দিয়ে জানায়, সব ধরনের বিমানের জন্য খুলে দেওয়া হচ্ছে পাকিস্তানের আকাশপথ।
কিন্তু সেটা আর স্থায়ী হল না। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে দিয়েছে মোদী সরকার। তারপরই ভারত-পাকিস্তানের সম্পর্কে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। এহেন পরিস্থিতিতে ভারতকে রাষ্ট্রসঙ্ঘে টেনে নিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছেন ইমরান খান। কিন্তু হামলার আশঙ্কায় নিজেদের আকাশপথই আংশিক বন্ধ করে দিয়েছে ইসলামবাদ।
এদিন জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ইমরান খান। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে-
১. ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানো হবে।
২. ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতাগুলি নিয়ে হবে পর্যালোচনা।
৩. ভারতের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক বাতিল।
৪.জম্মু-কাশ্মীরের বিষয়টি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে জানাবে পাকিস্তান।
৫. ১৪ অগস্ট স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতা দিবস। ওই দিনটি কাশ্মীরিদের সমর্পণ করবে পাকিস্তান।
৬. পরের দিন ভারতের স্বাধীনতা দিবস কালো দিন হিসেবে পালিত হবে পাকিস্তানে।
৭. বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে থাকা পাক কূটনীতিবিদদের কাশ্মীরে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলতে হবে।
৮. সেনাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
এরপরই ভারতে নতুন রাষ্ট্রদূত মইন-উল-হককে তারা পাঠাচ্ছে না বলে জানিয়ে দেয় পাকিস্তান। একইসঙ্গে দেশ ছাড়তে বলা হয়েছে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে।
আরও পড়ুন- পঞ্চভূতে বিলীন 'সবকা স্বরাজ', প্রাক্তন বিদেশমন্ত্রীর শেষকৃত্য করলেন মেয়ে