চিনের গভীরতম মেট্রো স্টেশন মাটির কত মিটার নিচে জানেন?

Updated By: Jul 24, 2017, 11:54 AM IST
চিনের গভীরতম মেট্রো স্টেশন মাটির কত মিটার নিচে জানেন?

ওয়েব ডেস্ক: এখন আমাদের ভারতেও, কলকাতাতেই গঙ্গার তলা দিয়ে মেট্রো চলার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু, ওদিকে যে চিনও বসে নেই। সে দেশের সবথেকে গভীরতম মেট্রো স্টেশনটি হতে চলেছে চংকিং মিউনিসিপ্যালিটিতে। আর মেট্রো স্টেশনটির তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেলে, এটাই হবে চিনের সবথেকে গভীর মেট্রো স্টেশন। জিনহুয়া নিউজ এজেন্সির সূত্র অনূযায়ী এখনই ওই মেট্রো স্টেশনটি ৬০ মিটার গভীরে অবস্থিত। কিন্তু আগামিদিনে সেটাকে আরও গভীরে তৈরি করা হচ্ছে। আরও আধুনিক এবং বড় করা হচ্ছে। আর সেই কাজ শেষ হলে, এই মেট্রো স্টেশনটি হবে মাটির ৯৪ মিটার নিচে।

আরও পড়ুন আলোচনার মাধ্যমেই ভারত-চিন সমস্যা মেটাতে হবে : পেন্টাগন

এই মেট্রো স্টেশনটিতে থাকবে ৯৪টি এসক্যালেটর। যেগুলো যাত্রীদের প্লাটফর্ম থেকে ট্রেন পর্যন্ত পৌঁছে দেবে। স্টেশনে আপাতত রয়েছে ৩২ টি এলেভেটর। এর সংখ্যাও বেড়ে করা হচ্ছে ৯১ টি। তাদের বক্তব্য চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যাবে স্টেশন তৈরির কাজ। সেক্ষেত্রে এই মেট্রো স্টেশনটিও গভীরতায় পাল্লা দেবে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মেট্রো স্টেশনকে।

আরও পড়ুন  সরবত বিলি করার 'অপরাধে' ৫ বছরের শিশুকে ১২,৫০০ টাকার ফাইন!  

.