Pakistan Terror Attack: তিন দিক থেকে থানা ঘেরাও করে নির্বিচার গুলি, নিহত ১০, আহত বহু

Pakistan Terror Attack: ভোররাতে ঘিরে ধরে হামলা। গ্রেনেড হামলা চালিয়ে থানার একাংশ ধ্বংস করে দেয়ে জঙ্গিরা। তারপর নির্বিচার গুলি

Updated By: Feb 5, 2024, 04:34 PM IST
Pakistan Terror Attack: তিন দিক থেকে থানা ঘেরাও করে নির্বিচার গুলি, নিহত ১০, আহত বহু

জি ২৪ ঘণ্টা ডিজাটাল ব্যুরো: দেশে সাধারণ নির্বাচন হতে আর মাত্র ২ দিন বাকী। কড়া পুলিসি প্রহরার মধ্যে গোটা দেশ। তার মধ্য়েই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান প্রদেশের এক থানায় ঢুকে নির্বিচারে গুলি চালাল জঙ্গিরা। রবিবার গভীর রাতের ওই হামলায় নিহত হয়েছেন ১০ পুলিস কর্মী। আহত হয়েছেন আরও ৬ জন। ভোর তিনটের সময়ে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা।

আরও পড়ুন- দুঃসাহসিক! সাপের কামড় খেয়েও মাধ্যমিক পরীক্ষায় বসল অর্জুন...

খাইবার পাখতুনখাওয়ার পুলিস প্রধান আখতার হায়াত খান সংবাদমাধ্যমে বলেন, তিন দিক থেকে থানায় হামলায় চালায় কমপক্ষে ৩০ জন জঙ্গি। টানা আড়াই ঘণ্টার কাছাকাছি জঙ্গি-পুলিসের মধ্যে গুলির লড়াই চলে। সকাল নাগাদ সেই গোলাগুলি থামে।  প্রদেশের পুলিস সুপার মালিক আনিসুল হোসেন সংবাদমাধ্যমে জানান, থানায় ঢুকেই জঙ্গিরা গ্রেনেড হামালা চালায়। তাতেই বেশি ক্ষতি হয়। গোলাগুলির মধ্যেই চলে আসে আরও নিরাপত্তা বাহিনী। কিন্তু অন্ধকারে মিলিয়ে যায় জঙ্গিরা। পুলিস এলাকায় তল্লাশি শুরু করেছে।

ভোটের আগে গত কয়েক সপ্তাহে একের পর এক হামলা চলছে খাইবার পাখতুনখাওয়া ও বালোচিস্তানে। দেশের আইনশৃঙ্খলার ভার এখন পাকিস্তান নির্বাচন কমিশনের হাতে। দেশের কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কক্কর বলেন, জঙ্গিদের এই হামলা কাপুরষচিত। দেশের আইনশৃঙ্খলা এভাবে ভাঙা যাবে না। জঙ্গিরা মানবতার শত্রু।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.