চিনের তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৭, জখম ৪০০
চিনের বন্দর শহর তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত প্রায় চারশো। গতকাল রাতে তিরিশ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ হয়। বিস্ফোরক ও দাহ্যবস্তু বোঝাই একটি গুদামে ওই বিস্ফোরণ হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
![চিনের তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৭, জখম ৪০০ চিনের তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৭, জখম ৪০০](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/08/13/41333-bla.gif)
ওয়েব ডেস্ক: চিনের বন্দর শহর তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত প্রায় চারশো। গতকাল রাতে তিরিশ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ হয়। বিস্ফোরক ও দাহ্যবস্তু বোঝাই একটি গুদামে ওই বিস্ফোরণ হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কেঁপে ওঠে এলাকা। চিনের সংবাদ সংস্থা সূত্রে খবর, নিহত ১৭ জনের মধ্যে তিনজন দমকলকর্মীও রয়েছেন।
চিনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। দুটি বড় মাপের বিস্ফোরণে চিনজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। জোরকদমে চলছে উদ্ধারকার্য।