পেশোয়ারে বায়ুসেনা ঘাঁটিতে হামলার দায়স্বীকার টিটিপির, মৃত ১৬

পেশোয়ারে বায়ুসেনা ঘাঁটিতে হামলার দায় শিকার করল জঙ্গি গোষ্ঠী টিটিপি অর্থাত্ তেহরিক-ই-তালিবান। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৩ জঙ্গি সহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। এর মধ্যে রয়েছেন ৮ জন সেনা ও ২ জন সিনিয়র আর্মি অফিসার।

Updated By: Sep 18, 2015, 01:13 PM IST
পেশোয়ারে বায়ুসেনা ঘাঁটিতে হামলার দায়স্বীকার টিটিপির, মৃত ১৬

ওয়েব ডেস্ক: পেশোয়ারে বায়ুসেনা ঘাঁটিতে হামলার দায় শিকার করল জঙ্গি গোষ্ঠী টিটিপি অর্থাত্ তেহরিক-ই-তালিবান। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৩ জঙ্গি সহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। এর মধ্যে রয়েছেন ৮ জন সেনা ও ২ জন সিনিয়র আর্মি অফিসার।

ঘটনার দায় স্বীকার করে ইমেলে টিটিপি মুখপাত্র মহম্মদ খুরাসানি লিখেছেন, আমাদের আত্মঘাতী দল এই হামলা চালিয়েছে।

শুক্রবার সকালে পাকিস্তানের পেশোয়ারে বাদাবের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। গত কয়েক সপ্তাহের মধ্যে এই প্রথম এত বড় জঙ্গি হামলার শিকার হল পেশোয়ার। হামলাকারী ও সেনার মধ্যে ৪০ মিনিট ধরে চলে ভয়াবহ গুলির লড়াই। আইএসপিআর সূত্র অনুযায়ী, অন্তত ৭ জন জঙ্গি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায়। হামলার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় কুইক রেসপন্স ফোর্স।

 

.