কানাডার মসজিদে বন্দুকবাজের হানায় মৃত পাঁচ

কানাডার মসজিদে আচমকাই বন্দুকবাজের হানা। সন্ধ্যা বেলায় নমাজ পাঠের সময় আচমকাই হামলা চালায় ৩ বন্দুকধারী। চারিদিকের মানুষজনদের চমকে দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই তিন বন্দুকবাজ। কিছু বুঝে ওঠার আগেই এবং কোনও নিরাপদস্থানে পালিয়ে যাওয়ার আগেই গুলিতে লুটিয়ে পড়ে বেশ কয়েকজন। এরমধ্যে ৫ জনের মৃত্যু হয়। জখম হয়েছে বহু।

Updated By: Jan 30, 2017, 01:22 PM IST
কানাডার মসজিদে বন্দুকবাজের হানায় মৃত পাঁচ

ওয়েব ডেস্ক: কানাডার মসজিদে আচমকাই বন্দুকবাজের হানা। সন্ধ্যা বেলায় নমাজ পাঠের সময় আচমকাই হামলা চালায় ৩ বন্দুকধারী। চারিদিকের মানুষজনদের চমকে দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই তিন বন্দুকবাজ। কিছু বুঝে ওঠার আগেই এবং কোনও নিরাপদস্থানে পালিয়ে যাওয়ার আগেই গুলিতে লুটিয়ে পড়ে বেশ কয়েকজন। এরমধ্যে ৫ জনের মৃত্যু হয়। জখম হয়েছে বহু।

আরও পড়ুন মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ফরাসি সুন্দরী

কানাডার কিউবেক সিটির ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেসময় মসজিদে ছিলেন প্রায় ৪০ জন। হামলার পরই কিউবেক সিটিতে চরম সতর্কতা জারি করা হয়। শুরু হয় তল্লাসি। রাজধানী অটোয়া শহরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। 

আরও পড়ুন  ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার প্রতিবাদে গর্জে উঠল হলিউড

.