জাতিবিদ্বেষ! মার্কিন মুলুকে ভারতীয়দের ওপর হামলা, দ্রুত বিচার হবে আশ্বাস ট্রাম্প প্রশাসনের

Updated By: Mar 6, 2017, 09:03 AM IST
 জাতিবিদ্বেষ! মার্কিন মুলুকে ভারতীয়দের ওপর হামলা, দ্রুত বিচার হবে আশ্বাস ট্রাম্প প্রশাসনের

ওয়েব ডেস্ক: মার্কিন মুলুকে ভারতীয়দের ওপর হামলার প্রতিটি ঘটনার দ্রুত বিচার হবে। দিল্লিকে আশ্বাস দিল ট্রাম্প প্রশাসন। রাতে টুইট করে এই খবর জানিয়েছেন, ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস। আমেরিকায় গত ১০ দিনে তিন ভারতীয়রও ওপর হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্তত দুটিকে জাতিবিদ্বেষ বলে মেনে নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রথমে কানসাসের পানশালায় গুলি করে খুন করা হয় শ্রীনিবাস কুতিভোটলা নামে এক ভারতীয় ইঞ্জিনিয়ারকে। তারপর কানকাসে খুন হন ভারতীয় ব্যবসায়ী হরদিশ প্যাটেল। শনিবার সিয়াটেলে দীপ রাই নামে এক শিখকে গুলি করে অজ্ঞাত পরিচয় আততায়ী। (মার্কিন মুলুকে যাওয়ার জন্য H-1B ভিসা পেতে বাড়ল জটিলতা!)

.