টেক অফের কিছু পরেই শুরু হল যন্ত্রণা, মাঝ আকাশেই জন্ম শিশুর
সাউথ ওয়েস্ট এয়ার লাইন্সের বিমানটি যখন লস অ্যাঞ্জেলিসে নামল, তখন বিমানে এক জন যাত্রী অতিরিক্ত।
Updated By: Dec 11, 2014, 02:37 PM IST
![টেক অফের কিছু পরেই শুরু হল যন্ত্রণা, মাঝ আকাশেই জন্ম শিশুর টেক অফের কিছু পরেই শুরু হল যন্ত্রণা, মাঝ আকাশেই জন্ম শিশুর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/11/32303-filght-baby.jpg)
ওয়েব ডেস্ক: সাউথ ওয়েস্ট এয়ার লাইন্সের বিমানটি যখন লস অ্যাঞ্জেলিসে নামল, তখন বিমানে এক জন যাত্রী অতিরিক্ত।
ফ্লাইট ৬২৩ টেক অফের কিছুক্ষণের মধ্যেই প্রসব যন্ত্রণা শুরু হয় মহিলা যাত্রীটির। মঙ্গলবার সকালে ফোনিক্সগামী একটি জেট বিমানে এই ঘটনা ঘটে। LA পৌঁছে স্বস্তির নিশ্বাস নেয় চালক থেকে বিমান কর্মীরা।
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, বিমান কর্মীদের সঙ্গে একজন চিকিত্সক ও একজন নার্স ছিলেন। তাঁরাই মাঝ আকাশে মহিলার সন্তান প্রসব করান। অবতরণের পর মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন বেশ সুস্থই রয়েছে দু'জন।