পাকিস্তানে নিষিদ্ধ ট্যুইটার

দু`বছর আগে আপত্তিকর বক্তব্য প্রচারের অভিযোগে টানা আড়াই সপ্তাহ ধরে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট `ফেসবুক`কে নিষিদ্ধ করেছিলেন জারদারি-গিলানিরা। এবার ইসলাম অবমাননার অভিযোগে মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার নিষিদ্ধ করল পাকিস্তান সরকার।

Updated By: May 21, 2012, 04:01 PM IST

দু`বছর আগে আপত্তিকর বক্তব্য প্রচারের অভিযোগে টানা আড়াই সপ্তাহ ধরে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট `ফেসবুক`কে নিষিদ্ধ করেছিলেন জারদারি-গিলানিরা। এবার ইসলাম অবমাননার অভিযোগে মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার নিষিদ্ধ করল পাকিস্তান সরকার। ইসলামাবাদে পাক টেলিযোগাযোগ বিভাগের চেয়ারম্যান মহম্মদ ইয়াসিন জানিয়েছেন, ইসলামের অবমননাকর বিষয় প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানানোর কারণে ট্যুইটার নিষিদ্ধ করা হয়েছে। তাঁর অভিযোগ, ইসলামের নবি মহাম্মদের ছবি ফেসবুকে পোস্ট করার প্রতিযোগিতা উৎসাহিত করে ট্যুইটারে লেখা হচ্ছিল। ট্যুইটার কর্তৃপক্ষকে বারবার বলার পরও তা বন্ধ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কতোদিন পর্যন্ত এ ওয়েবসাইট নিষিদ্ধ থাকবে তা নিশ্চিত করে বলা হয়নি। প্রসঙ্গত, নবি মোহাম্মদের ছবি আঁকা বা প্রচার করাকে ইসলাম অবমাননা বলে মনে মুসলিমরা। এর আগে ডেনমার্কের এক কার্টুনিস্ট হজরত মহম্মদের কার্টুন আঁকার পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল।

.