জামাতের হরতালের মধ্যেই হিংসা অব্যাহত বাংলাদেশে

জামাতের ডাকা হরতালের মধ্যেই নতুন করে হিংসা ছড়াল বাংলাদেশে। আজ আরও ছ-জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় পুলিস ফাঁড়িতে হামলার ঘটনায় নিহত হয়েছেন চার জন। পরিস্থিতি সামাল দিতে সেখানে সেনা নামানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় জামাত সমর্থকদের হিংসা ছড়ানোর খবর পাওয়া গেছে। পথ অবরোধ, রেল স্টেশনে হামলার পাশাপাশি রাজশাহীতে ট্রেনে আগুন লাগানো হয়েছে। দেইল্লা রাজাকারের মৃত্যুদণ্ডের নির্দেশের পর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে এই নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২।  তবে এত কিছুর মধ্যেও শহবাগে প্রজন্ম মঞ্চ আজও একই ভাবে সক্রিয়। জামাতের হরতাল ব্যর্থ করতে সেখানে ভিড় করেছেন লাখও মানুষ।

Updated By: Mar 3, 2013, 08:58 AM IST

জামাতের ডাকা হরতালের মধ্যেই নতুন করে হিংসা ছড়াল বাংলাদেশে। আজ আরও ছ-জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় পুলিস ফাঁড়িতে হামলার ঘটনায় নিহত হয়েছেন চার জন। পরিস্থিতি সামাল দিতে সেখানে সেনা নামানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় জামাত সমর্থকদের হিংসা ছড়ানোর খবর পাওয়া গেছে। পথ অবরোধ, রেল স্টেশনে হামলার পাশাপাশি রাজশাহীতে ট্রেনে আগুন লাগানো হয়েছে। দেইল্লা রাজাকারের মৃত্যুদণ্ডের নির্দেশের পর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে এই নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২।  তবে এত কিছুর মধ্যেও শহবাগে প্রজন্ম মঞ্চ আজও একই ভাবে সক্রিয়। জামাতের হরতাল ব্যর্থ করতে সেখানে ভিড় করেছেন লাখও মানুষ।
আজ ও আগামীকাল ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামাত-ই-ইসলামি। মঙ্গলবার, হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে, হরতাল উপেক্ষা করে আজ সকাল থেকেই শাহবাগে নতুন করে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। জামাত শিবিরের ষড়যন্ত্র ব্যর্থ করে লাঠি হাতে হরতাল প্রতিরোধের ডাক দিয়েছে শাহবাগ। তবে, হরতাল থাকায় বিভিন্ন বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের প্রতিরোধে জনজীবন স্বাভাবিক থাকায় এর আগে জামাতের ডাকা দুটি হরতালই ব্যর্থ হয়েছিল। আজও তাই হবে বলে আশাবাদী স্বাধীনতা প্রজন্ম চত্ত্বর ও গণ-জাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

.