Bangladesh: বাংলাদেশের ২৮ জন সাংবাদিকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ!

বাংলাদেশের ২০ জন সাংবাদিক ও ব্যক্তির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে বাংলাদেশের তথ্য অধিদপ্তর (পিআইডি)।

Updated By: Oct 30, 2024, 02:07 PM IST
Bangladesh: বাংলাদেশের ২৮ জন সাংবাদিকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ!

সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন ঢাকা : বাংলাদেশের ২৮ জন সাংবাদিকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির প্রেস-১ শাখা থেকে উদৃত করে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা, বেসরকারি টেলিভিশন, অনলাইন ও কয়েকটি পত্রিকার সম্পাদক সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি দেয়া হয়।

Add Zee News as a Preferred Source

এই চিঠিতে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, নয়া দিল্লির সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, দৈনিক সমকাল সম্পাদক আলমগীর হোসেন, এবি নিউজ সম্পাদক সুভাস সিংহ রায়, বৈশাখী টেলিভিশনের অশোক চৌধুরী, এটিএন নিউজের জই মামুন, নিউজ টুয়েন্টিফোর টিভির আশিক শ্রাবণ ও সাংবাদিক শ্যামল সরকারসহ ২৮ জন সাংবাদিকের নাম উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের ২০ জন সাংবাদিক ও ব্যক্তির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে বাংলাদেশের তথ্য অধিদপ্তর (পিআইডি)। মঙ্গলবার রাতে এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা আদেশে বলা হয়, বাংলাদেশের প্রেস  অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে বাংলাদেশের তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

আরও পড়ুন, Bangladesh: বদলের বাংলাদেশে রেকর্ড সংখ্যক পুলিসের ভারতে আসার আবেদন!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.