Bangladesh MP Murder: 'ঢাকায় পরিকল্পনা, কলকাতায় এনে খুন বাংলাদেশের MP-কে'!

১০ দিন পেরিয়ে গিয়েছে। এখনও নিহত MP- র দেহের খোঁজ মেলেনি। এদিন দেহের সন্ধানে ভাঙর দু নম্বর ব্লকের কৃষ্ণ মাটি ব্রিজ সংলগ্ন এলাকা তল্লাশি চালানো হয়। তবে শেষ খবর অনুযায়ী, দেহ পাওয়া যায়নি।

Updated By: May 23, 2024, 11:47 PM IST
Bangladesh MP Murder: 'ঢাকায় পরিকল্পনা, কলকাতায় এনে খুন বাংলাদেশের MP-কে'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে এসে খুন বাংলাদেশের সাংসদ! কীভাবে? 'দীর্ঘদিনের পরিকল্পনার মাধ্যমে সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে', বললেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মহম্মদ হারুন অর রশিদ।

আরও পড়ুন:  Bangladesh MP Murder: পালঙ্কে রক্তের দাগ! শুরুটা বেডরুমে, কোপাতে কোপাতে কিচেনে...

বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম। ভারতে চিকিৎসা করাতে এসে শেষপর্যন্ত খুন হয়ে গেলেন কালকাতায়। এই ঘটনা জড়িত সন্দেহে ওপার বাংলায় বেশ কয়েকজন গ্রেফতার করেছে পুলিস।

মহম্মদ হারুন অর রশিদ বলেন, 'ঢাকার গুলশান ও ধানমন্ডি এলাকায় এক-দুই মাস ধরে সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যার পরিকল্পনা হয়। ঢাকায় ধরা পড়ার সম্ভাবনা থাকায় হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কলকাতাকে'। তাঁর কথায়, 'সাংসদকে কৌশলে কলকাতায় নিয়ে যাওয়া হয়। কী কারণে এই হত্যাকাণ্ড. তা খুঁজে বের করা হবে। কলকাতা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ একসঙ্গে কাজ করছে'।

এদিকে ১০ দিন পেরিয়ে গিয়েছে। এখনও নিহত MP- র দেহের খোঁজ মেলেনি। এদিন দেহের সন্ধানে ভাঙর দু নম্বর ব্লকের কৃষ্ণ মাটি ব্রিজ সংলগ্ন এলাকা তল্লাশি চালানো হয়। তবে শেষ খবর অনুযায়ী, দেহ পাওয়া যায়নি।

আরও পড়ুন:  Bangladesh MP Murder: কলকাতায় বাংলাদেশের সাংসদ খুনে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য‌! কী রহস্য ভেদ হল?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.