বর্ধমান বিস্ফোরণকাণ্ডে ভারতের কাছে তথ্য তলব বাংলাদেশের
বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে যাবতীয় তথ্য প্রমাণ চেয়ে পাঠাল বাংলাদেশ সরকার। সে দেশের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই ঢাকায় ভারতীয় হাইকমিশনকে চিঠি পাঠিয়েছে। রাজ্য পুলিসের গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে বাংলাদেশের জঙ্গি সংগঠনই যুক্ত। সেদেশে নাশকতার জন্যই বর্ধমানে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল।
ঢাকা: বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে যাবতীয় তথ্য প্রমাণ চেয়ে পাঠাল বাংলাদেশ সরকার। সে দেশের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই ঢাকায় ভারতীয় হাইকমিশনকে চিঠি পাঠিয়েছে। রাজ্য পুলিসের গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে বাংলাদেশের জঙ্গি সংগঠনই যুক্ত। সেদেশে নাশকতার জন্যই বর্ধমানে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল।
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে সে দেশের কেউ জড়িত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যেকোনও মূল্যে সন্ত্রাসবাদ রুখতে শেখ হাসিনা বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। খাগড়াগড়কাণ্ডের প্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকাগুলিতে টহলদারি আরও জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।