অবশেষে ১৫ নভেম্বর থেকে রোহিঙ্গা উদ্বাস্তুদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া ও টেকনাখ ক্যাম্পের বহু রোহিঙ্গা দেশে ফিরতে চাইছে না
নিজস্ব প্রতিবেদন: এক বছর পর এবার রোহিঙ্গা উদ্বাস্তুদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। আগামী ১৫ নভেম্বর থেকে দেশের বিভিন্ন ট্রানজিট পয়েন্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হবে মায়ানমারের রাখাইন প্রদেশে।
আরও পড়ুন-আলু ভাজা করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বিয়ের ২০ দিন মৃত্যু পাত্রীর!
সংবাদসংস্থার খবর অনুযায়ী ইতিমধ্যেই বাংলাদেশ সরকার ওইসব উদ্বাস্তুদের একটি তালিকা মায়ানমারের কাছে পাঠিয়েছে। মায়ানমার সরকার তা গ্রহণও করেছে। তবে কক্সবাজারের উখিয়া ও টেকনাখ ক্যাম্পের বহু রোহিঙ্গা দেশে ফিরতে চাইছে না। তাদের বক্তব্য দেশে ফিরলে তাদের মেরে ফেলা হবে।
মায়ানমারে পাঠানো তালিকায় রয়েছেন ২২০০০ রোহিঙ্গা। এদের মধ্যে ৫০০০ রোহিঙ্গা দেশে ফিরতে রাজি হয়েছেন। ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে খুব শীঘ্রই ওইসব উদ্বাস্তুদের ফেরত পাঠানো হবে।
আরও পড়ুন-টানা ৩ মাস ধরে ভিন রাজ্যের ছাত্রীর শ্লীলতাহানি এসআরএফটিআই-এ
কক্সবাজারের উদ্বাস্তু পুনর্বাসন কমিশনার মহম্মদ আবদুল কালাম সংবাদমাধ্যমে জানিয়েছেন, টেকনাফ নদীর ধারে ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে। গত দুমাসে ইতিমধ্যেই দুটি ক্যাম্প তৈরি হয়ে গিয়েছে।
উল্লেখ্য গত মাসে রোহিঙ্গা উদ্বাস্তুদের ফেরত পাঠানোর ব্যাপারে দুদেশের মধ্যে একটি বৈঠক হয়। ওইসব উদ্বাস্তুদের ফেরানোর ব্যাপারে দুপক্ষ ১৫ সদস্যের দুটি দল গঠন করেছে।