এই প্রথম ফোনে কথা হল বাইডেন-জিনপিংয়ের
যখন আমেরিকার জনগণের সুবিধার প্রসঙ্গ আসবে, তখন চিনের সঙ্গে কাজ করব, বার্তা বাইডেনের।
![এই প্রথম ফোনে কথা হল বাইডেন-জিনপিংয়ের এই প্রথম ফোনে কথা হল বাইডেন-জিনপিংয়ের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/11/305970-am-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: ২০ দিন লেগে গেল। বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক শক্তির প্রতিভূদের মধ্যে অবশেষে হল সেই বহু ঈপ্সিত ফোনালাপ।
তাঁরা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)।
বুধবার সন্ধেবেলা কথা হল এই দুই রাষ্ট্রনেতার (leaders of the world's two largest economies)। দু'জনের এই প্রথম কথা হল।
আরও পড়ুন: জল-চুক্তিতে আবদ্ধ ভারত-আফগানিস্তান
চিন ও আমেরিকার মধ্যে বহুকাল ধরেই উত্তেজনা বহাল। সেই প্রেক্ষাপটে দু'দেশের শীর্ষ পর্যায়ের এই ফোনালাপ তাৎপর্যপূর্ণ সন্দেহ নেই। জানা গিয়েছে, দুই দেশের মধ্যে ভুল-বোঝাবুঝি এড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন চিনের প্রেসিডেন্ট। আর ওই হাইভোল্টেজ ফোনালাপের পরে টুইট করে বাইডেন বলেন, 'আমি তাঁকে (জিনপিংকে) বলেছি, যখন আমেরিকার জনগণের সুবিধার প্রসঙ্গ আসবে, তখন চিনের সঙ্গে কাজ করব।'
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, বেজিংয়ের জবরদস্তিমূলক ও অন্যায্য অর্থনীতি, হংকংয়ে দমন-পীড়ন, জিংজিয়ানে মানবাধিকার লঙ্ঘন, তাইওয়ান-সহ সংশ্লিষ্ট অঞ্চলে তাদের আগ্রাসী পদক্ষেপ বিষয়ে বাইডেন তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন জিনপিংকে।
সংশ্লিষ্ট মহল বলছে, চিন-আমেরিকার পারস্পরিক কথাবার্তা বা আগামী দিনে তাদের পারস্পরিক সম্পর্কের প্রভাব ভারতের উপরও পড়বে।
আরও পড়ুন: হুমায়ূনের 'সমুদ্র বিলাসে' থাকতে পারেন আপনিও