জল-চুক্তিতে আবদ্ধ ভারত-আফগানিস্তান
জল ও ভ্যাকসিন পেয়ে আফগানিস্তান আন্তরিক ধন্যবাদ জানায় ভারতকে।
নিজস্ব প্রতিবেদন: ভিডিয়ো মাধ্যমে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের পরে কাবুল নদী অববাহিকায় শাহতুত বাঁধ নির্মাণে চুক্তিবদ্ধ হল ভারত আফগানিস্তান।
এই বাঁধ নিয়ে অবশ্য কথাবার্তা চলছে ছ'বছর ধরে। কিন্তু কোনও ইতিবাচক সিদ্ধান্ত এর মধ্যে নেওয়া সম্ভব হয়নি। শেষমেশ মোদী সরকারের আমলেই ঐতিহাসিক এই জলচুক্তি (Mou) ঘোষিত হল। কাবুলের মানুষকে পানীয় জল সরবরাহে চুক্তিবদ্ধ হল নয়া দিল্লি। বুধবার মোদীর সঙ্গে এক ভিডিয়ো বৈঠকে আফগান (Afghanistan) প্রেসিডেন্ট আশরাফ গনি (Ashraf Ghani) বলেন, 'আমাদের ৫ লক্ষ প্রতিষেধক ডোজ দেওয়ার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, কঠিন সময়ে তার চেয়ে ভাল উপহার আর কিছু হতে পারে না।'
আরও পড়ুন: Valentine Special: কেবিনের দরজা বন্ধ হওয়ার আগেই চলে আসুন, আহ্বান Virgin Galactic-এর
প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)জানান, 'ভারত এবং আফগানিস্তান উভয় দেশই হিংসামুক্ত পরিবেশ চায়। আফগানিস্তানে হিংসার ঘটনা বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন। আমরা কাবুলের পাশে রয়েছি।'
শাহতুত বাঁধ (Shatoot dam) নিয়ে এর আগেই গলা তুলেছে ইসলামাবাদ। তবে তাতে পাত্তা দেয়নি ভারত। কাবুল (kabul) নদী উপত্যকায় দিল্লি এই বাঁধ নির্মাণে উদ্যোগী হলে ইসলামাবাদ যে বাদ সাধবে, এটা জানতই ভারত। তবুও দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ভারত এই সিদ্ধান্ত নেয় বলে মত বিদেশ মন্ত্রকের।
আরও পড়ুন: রক্তের বন্যা যেন! গোটা গ্রাম ভাসছে লাল জলে, Viral Video ঘিরে রহস্য