ভেঙে পড়তে পারে আমেরিকার সবচেয়ে উঁচু অরভিল বাঁধ
প্রথমে তুষারপাত। তারপরই লাগাতার প্রবল বর্ষণ। দুইয়ের সারাশিঁ চাপেই ভেঙে পড়তে পারে আমেরিকার সবচেয়ে উঁচু অরভিল বাঁধ। রবিবার দুপুরে ক্যালিফোর্নিয়ার ওই বাঁধে ফাটল দেখতে পায় কর্তৃপক্ষ। ফাটল ক্রমশ বাড়তে থাকায় দ্রুত সতর্কতা জারি করা হয় আশপাশের এলাকায়। অরভিল লেকের আশেপাশে থাকা আটটি শহরের প্রায় দু-লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ওয়েব ডেস্ক: প্রথমে তুষারপাত। তারপরই লাগাতার প্রবল বর্ষণ। দুইয়ের সারাশিঁ চাপেই ভেঙে পড়তে পারে আমেরিকার সবচেয়ে উঁচু অরভিল বাঁধ। রবিবার দুপুরে ক্যালিফোর্নিয়ার ওই বাঁধে ফাটল দেখতে পায় কর্তৃপক্ষ। ফাটল ক্রমশ বাড়তে থাকায় দ্রুত সতর্কতা জারি করা হয় আশপাশের এলাকায়। অরভিল লেকের আশেপাশে থাকা আটটি শহরের প্রায় দু-লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন গোল্ডেন গ্লোবের পর গ্র্যামি, না থেকেও প্রবলভাবে সমালোচিত ডোনাল্ড ট্রাম্প
হেলিকপ্টারে পাথর নামিয়ে ফাটল মেরামতের চেষ্টা চলে। তবে ইতিমধ্যেই জল স্পিলওয়ে দিয়ে উপচে আসতে শুরু করেছে। এর ফলে লেক অরভিলের কাছের রাস্তা জুড়ে ভয়াবহ ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে।
আরও পড়ুন পাক সেনেটের ডেপুটি চেয়ারম্যানের ভিসা বাতিল আমেরিকায়